সপ্তাহের এই একটা দিনের জন্য অপেক্ষা করে বসে থাকেন টেলিপাড়ার কলাকুশলীরা। যদিও অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই দাবি করেন, টিআরপি তাঁদের খুব একটা ভাবায় না! তবে এই নম্বরের নিরিখেই বিচার হয় কোন ধারাবাহিকের মেয়াদ কত দিন হবে। অথবা কোন ধারাবাহিকের সম্প্রচার সময় পরিবর্তন হওয়া দরকার। আরও এক বৃহস্পতিবার। সারা সপ্তাহের ফল হাতের মুঠোয়।
মে মাসের তৃতীয় সপ্তাহে সব ধারাবাহিকের টিআরপি উল্টেপাল্টে গিয়েছে। প্রায় তিন বছর সম্প্রচারের পরেও টিআরপি তালিকায় উপরের দিকেই নিজেদের জায়গা ধরে রেখেছিল ‘জগদ্ধাত্রী’। আগের সপ্তাহেও এক নম্বরে দেখা গিয়েছিল জগদ্ধাত্রী আর দুর্গার কাহিনি। কিন্তু এই সাত দিনে বদলে গেল সেই ছবি। পুরনোকে টপকে চলতি সপ্তাহে প্রথম স্থানে নিজের জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা অভিনীত ধারাবাহিকের প্রাপ্ত নম্বর হল ৬.৮। ‘জগদ্ধাত্রী’ হোক কিংবা ‘পরশুরাম’— দর্শক কি তবে পারিবারিক গল্প ছেড়ে অ্যাকশন, থ্রিলারে মজেছেন? টিআরপির ধারা খানিকটা তেমনই ইঙ্গিত দেয়।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। নম্বরের খুব বেশি ফারাক অবশ্য নেই। এই সপ্তাহে তারা পেয়েছে ৬.৫। নতুন এবং পুরনো— দুই গল্পের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেই আভাস নতুন টিআরপি তালিকা দেখলে আন্দাজ করা যায়। গত সাত মাসে রায়ান এবং পারুলের গল্পও দর্শকের অনেকটাই নজর কেড়েছিল। সেই ফলও পাওয়া গিয়েছিল টিআরপি নম্বরে। কিন্তু কাহিনির নতুন মোড় কি সে ভাবে দাগ কাটতে পারছে না? সম্প্রচারিত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে টিআরপি তালিকায় প্রথমে স্থান করে নিয়েছিল এই ধারাবাহিক। কিন্তু চলতি সপ্তাহে নম্বর কমেছে এই ধারাবাহিকের। প্রথম পাঁচ থেকে ছিটকে না গেলেও নম্বর আগের চেয়ে অনেকটাই কম। এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। তাদের প্রাপ্ত নম্বর ৬.৩। একই নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। বিয়ে সেরে সদ্য শুটিংয়ে ফিরেছেন অভিনেতা অভিষেক বসু। পর্দার খলনায়িকাই এখন তাঁর জীবনের নায়িকা। এ বার ফুলকি, রোহিত আর শালিনীর জীবন কোন দিকে মোড় নেবে সেটাই দেখার। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ এবং ‘গৃহপ্রবেশ’। দুই ধারাবাহিকই খুব অল্প সময় হল শুরু হয়েছে। এই সপ্তাহে রাঙামতী পেয়েছে ৬.২। শুভলক্ষ্মী আর আদৃতের গল্প পেয়েছে ৫.৪।