Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ছবিগুলো দেখার অযোগ্য!

স্করসেসির বক্তব্য, ‘‘সিনেমার প্রেক্ষাগৃহগুলো যেন অ্যামিউজ়মেন্ট পার্কে পরিণত হয়েছে। যাঁরা এই ধরনের ছবি উপভোগ করেন, তাঁদের জন্য ঠিক আছে। তাঁরা হয়তো সিনেমা বলতে এটাই বোঝেন। তবে এগুলো ঠিক আমার জন্য নয়।’’

ফ্রান্সিস ফোর্ড কপোলা

ফ্রান্সিস ফোর্ড কপোলা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০০:০১
Share: Save:

মার্টিন স্করসেসির সঙ্গে এ বার সহমত পোষণ করলেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। ‘গডফাদার’-এর পরিচালক একবাক্যে বলছেন, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ছবিগুলো দেখার অযোগ্য! এর আগে মার্ভেলের সমালোচনা করে স্করসেসি বলেছিলেন, ওগুলো নাকি সিনেমাই নয়। এ বার কপোলা মার্ভেল মুভি সম্পর্কে সোজাসুজি বললেন, ‘‘আমি জানি না, ওই ছবিগুলো বার বার দেখে কী আনন্দ পায় লোকে। মার্টিন যথেষ্ট বিনয়ী, যে ‘সিনেমা নয়’ বলেছে। আমি তো বলব, ওই ছবিগুলো যথেষ্ট নিম্নমানের।’’ আশি বছর বয়সি পরিচালক এর কারণ হিসেবে বলেছেন, সিনেমা এমন একটা মাধ্যম, যা মানুষকে কিছু শেখায়, প্রেরণা জোগায়, উত্তরণ ঘটায়। এই ধরনের সুপারহিরো ছবিতে সেই উপাদানগুলি নেই। স্করসেসির বক্তব্য, ‘‘সিনেমার প্রেক্ষাগৃহগুলো যেন অ্যামিউজ়মেন্ট পার্কে পরিণত হয়েছে। যাঁরা এই ধরনের ছবি উপভোগ করেন, তাঁদের জন্য ঠিক আছে। তাঁরা হয়তো সিনেমা বলতে এটাই বোঝেন। তবে এগুলো ঠিক আমার জন্য নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Francis Ford Coppola Martin Scorsese Marvel Films
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE