বিতর্কিত জীবন সুরকার ইসমাইল দরবারের। প্রথম স্ত্রীর সঙ্গে দাম্পত্যে থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা হোক, কিংবা মিটু বিতর্কে নাম জড়ানো— বার বার ব্যক্তিগত জীবনের কারণে শিরোনামে তিনি। সম্প্রতি পুত্রবধূ গৌহর খানের কাজ করা নিয়ে আপত্তি জানান ইসমাইল। এই নিয়ে সমাজমাধ্যমে রীতিমতো কটাক্ষের শিকার তিনি। শ্বশুরের এই মন্তব্যের পর ছেলে মানুষ করা নিয়ে অভিনেত্রী দিলেন কোন ইঙ্গিত?
আরও পড়ুন:
ইসমাইলের ইচ্ছে, গৌহর যেন পর্দায় খোলামেলা কোনও দৃশ্যে অভিনয় না করেন। তাঁর কথায়, ‘‘আমাদের পরিবার অত উদার নয়। এখনও টিভিতে সাহসী দৃশ্য দেখলে চ্যানেল ঘুরিয়ে দেওয়া হয়। তাই গৌহরকে ও ভাবে আমি দেখতে পারব না। কোনও অন্তরঙ্গ দৃশ্যে দেখতে চাই না।’’ পাশপাশি সুরকার এও জানান, গৌহরের কাজে তিনি বাধা দেওয়ার কেউ নন। বরং তাঁর ছেলে জ়ায়েদই একমাত্র বৌমাকে বাধা দিতে পারে। এই কথা প্রকাশ্যে আসতেই ইসমাইলকে ‘নারীবিদ্বেষী’ তকমা দেওয়া হচ্ছে।
এ বার ময়দানে নামলেন খোদ গৌহর। সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন তিনি। গৌহর লেখেন, ‘‘ছেলে মানুষ করা বেশ ঝামেলার কাজ হলেও ভীষণ সুন্দর। সে হাঁটার বদলে দৌড়োবে। ফিসফিস করার পরিবর্তে চিৎকার করবে। সে-ই আবার তোমার হাত ছুঁয়ে থাকবে। ‘পিনাট বাটার’ ভর্তি মুখে চুমু খাবে। সমস্ত অস্থিরতার মধ্যেও সে তোমাকে বুঝিয়ে দেবে তুমিই তাঁর পৃথিবী।’’ গৌহর দুই পুত্রসন্তানের মা। সম্প্রতি দ্বিতীয় ছেলে হয়েছে তাঁর। এই মুহূর্তে মাতৃত্বকালীন বিরতিতে আছেন তিনি। পুত্রবধূর কাজ নিয়ে শ্বশুর আপত্তি জানালেও মা হিসেবে গৌহরকে পুরো নম্বর দিয়েছেন ইসমাইল।