Advertisement
E-Paper

সত্যিই সন্তান চান না বলে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন গৌরব? বয়সের ব্যবধান নিয়ে কী বললেন আকাঙ্ক্ষা?

কটাক্ষের মুখে পড়েন আকাঙ্ক্ষা। সকলেই গৌরবের বাবা হওয়ার ইচ্ছার প্রসঙ্গ তুলে আনতে থাকেন। আকাঙ্ক্ষা কেন মা হতে চান না, সেই নিয়েও তুলোধনা করতে থাকেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৭:৩০
Gaurav Khanna’s wife Akansha Chamola reacted to their divorce rumor

গৌরব-আকাঙ্ক্ষার সম্পর্ক নিয়ে জল্পনা। ছবি: সংগৃহীত।

সন্তান চান না আকাঙ্ক্ষা চমোলা। স্পষ্ট করেছিলেন আগেই। সেই জন্যই নাকি গৌরব খন্নার সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। এমনই একটি খবর ছড়ায় সমাজমাধ্যমে। উদ্বিগ্ন হয়ে পড়েন গৌরব-আকাঙ্ক্ষা জুটির অনুরাগীরা। সত্যিই কি তাঁদের দাম্পত্য শেষের পথে? সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নিজে।

আকাঙ্ক্ষার একটি পোস্টকে কেন্দ্র করেই এই সমস্যার সূত্রপাত হয়েছিল। তিনি লিখেছিলেন, “যে সম্পর্ক শুধুই প্রয়োজনের খাতিরে তৈরি হয়, সেখানে মনকে বিসর্জন দিতে হয়।” অনুরাগীরা অনুমান করেছিলেন, সন্তান নিয়েই সমস্যা শুরু হয়েছে তাঁদের মধ্যে। তবে সব জল্পনায় জল ঢেলেছেন আকাঙ্ক্ষা নিজেই। তিনি সংবাদমাধ্যমকে স্পষ্ট করে দেন, তাঁদের বৈবাহিক জীবনে কোনও সমস্যাই তৈরি হয়নি। অভিনেত্রীর কথায়, “আমার বৈবাহিক সম্পর্কে কোনও সমস্যাই তৈরি হয়নি। আমি যে পোস্টটি করেছিলাম তার সঙ্গে গৌরবের সঙ্গে কোনও যোগাযোগ নেই। আমি সমাজমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার মানুষ নই। এই পোস্টটি আমার আসন্ন কাজের প্রচারের জন্য ছিল।”

এই পোস্টের পরে কটাক্ষের মুখে পড়েন আকাঙ্ক্ষা। সকলেই গৌরবের বাবা হওয়ার ইচ্ছার প্রসঙ্গ তুলে আনতে থাকেন। আকাঙ্ক্ষা কেন মা হতে চান না, সেই নিয়েও তুলোধনা করতে থাকেন তাঁরা। এই প্রসঙ্গে আকাঙ্ক্ষার মত, “আমি তো ট্রোল্‌ড হওয়ার রানি হয়ে গিয়েছি। এই বিষয়ে (সন্তান) সকলের কাছেই আমাকে বার বার কথা শুনতে হয়েছে। গৌরব সেই দিক থেকে কিছুটা নিয়ন্ত্রিত। ও আমার ভাবমূর্তি রক্ষা করতে চায়। আমাদের মধ্যে বয়সের ব্যবধান রয়েছে। ও আমার চেয়ে অনেকটা পরিণত, তাই আমার মতামতটা ও বোঝে। আমি স্পষ্ট করে বলেছি, মা হিসাবে আমি নিজেকে দেখি না। এটা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়। এই নিয়ে কাউকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না।”

Gaurav Khanna Akansha Chamola Celebrity Divorce Rumours
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy