Advertisement
২৯ মার্চ ২০২৩
Entertainment News

জন্মদিন কার সঙ্গে সেলিব্রেট করছেন গৌরী?

তবে বয়স গৌরীর জীবনে নিতান্তই এক সংখ্যা মাত্র। তার প্রমাণ বারংবার দিয়েছেন তিনি। নিজের শর্তে বাঁচতে ভালবাসেন। জন্মদিনও সেলিব্রেট করছেন নিজের মতো করেই।

গৌরী খান। ছবি: গৌরীর ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।

গৌরী খান। ছবি: গৌরীর ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ১৩:২৭
Share: Save:

বয়স ৪৮। গৌরী খানের ক্ষেত্রে উইকিপিডিয়া এমন তথ্যই দিচ্ছে। আজ তিনি বার্থ ডে গার্ল।

Advertisement

তবে বয়স গৌরীর জীবনে নিতান্তই এক সংখ্যা মাত্র। তার প্রমাণ বারংবার দিয়েছেন তিনি। নিজের শর্তে বাঁচতে ভালবাসেন। জন্মদিনও সেলিব্রেট করছেন নিজের মতো করেই।

বলি সূত্রে খবর, জন্মদিনটা একেবারেই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন গৌরী। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ এবং আব্রামের সঙ্গে নিজের ছবি শেয়ার করে গৌরী লিখেছেন, ‘হাফ অফ হার বেটার হাফস’।

আরও পড়ুন, সলমনের সঙ্গে সম্পর্ক ছিল? মুখ খুললেন শিল্পা

Advertisement

শুধুমাত্র শাহরুখের পরিচয়ই গৌরী পরিচয় নয়। নিজে স্বাধীন ব্যবসা করেন তিনি। ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে জনপ্রিয়তা রয়েছে তাঁর। বহু বলি তারকার অন্দরমহল সাজিয়ে দেন তিনি। এমনকি ব্যবসা ক্ষেত্রে ভারতে ৫০জন প্রভাবশালী মহিলার তালিকায় বহুদিন ধরেই জায়গা করে নিয়েছেন তিনি। জন্মদিনে গৌরীকে শুভেচ্ছা জানিয়েছেন বলি মহলের একটা বড় অংশ।

With half of my better halves on my birthday...the other halves in school!

A post shared by Gauri Khan (@gaurikhan) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.