Advertisement
০৫ অক্টোবর ২০২৪
Shahrukh Khan

সংসার সুখের হয়...

লকডাউনে ‘মন্নত’-এর শেফ ছিলেন তিনিই। পরিবারের জন্য নানা স্বাদের নিত্যনতুন পদ রান্না করে খাইয়েছেন শাহরুখ। তবে এই সংসারের রিমোট কন্ট্রোল গৌরীর মায়ের হাতে।

সংগৃহীত চিত্র

সংগৃহীত চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০২:০০
Share: Save:

লকডাউনে স্বামীর গুণে মুগ্ধ গৌরী খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে, অতিমারির কারণে লকডাউনের কিছু দিন আগেই আরিয়ান মুম্বই ফিরে আসেন। সুহানাও মুম্বই থেকেই অনলাইনে তাঁর কোর্সের ক্লাস করছেন। তাঁরা সপরিবার ছিলেন লকডাউনে। আর সে সময়ে স্বামীকে পেয়েছেন একেবারে নতুন রূপে। খুদে থেকে বড়, বাড়ির সকলেই বাইরে থেকে খাবার অর্ডার করতে ভয় পাচ্ছিলেন। তাই রান্নাবান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শাহরুখ।

লকডাউনে ‘মন্নত’-এর শেফ ছিলেন তিনিই। পরিবারের জন্য নানা স্বাদের নিত্যনতুন পদ রান্না করে খাইয়েছেন শাহরুখ। তবে এই সংসারের রিমোট কন্ট্রোল গৌরীর মায়ের হাতে। সে কথাও পরিষ্কার স্বীকার করেছেন গৌরী। দিল্লি থেকেই ‘মন্নত’-এর উপরে নজর রাখেন তাঁর মা। সারা দিন তাঁকে হোয়্যাটসঅ্যাপ ও মেসেজে এ বাড়ির আপডেট দিতে হয়। বাড়ির কোনও জায়গা অপরিষ্কার, অগোছালো থাকলেই তিনি ফোন করে কাজের তদারকি করেন। এতে অবশ্য সংসার গোছানোর কাজে তাঁর সাহায্য হয় বলেই মনে করছেন গৌরী। নিউ নর্মালে আব্রামও শিখছে অনলাইন ক্লাসের নানা নিয়মকানুন। আপাতত ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে গৌরী ব্যস্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE