Advertisement
E-Paper

এই টলি নায়িকাদের ‘রিলেশনশিপ স্টেটাস’ কী বলছে জানেন?

নায়িকাদের নিয়ে চর্চা তো লেগেই থাকে। তাঁদের সম্পর্কের গল্পে আলোকপাত করল আনন্দ প্লাস। টলিউডের দুই নায়িকা পাওলি ও শুভশ্রী কিছু দিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন। বিয়ে করে রিয়া সেনও তাঁর স্টেটাস বদলে ফেলেছেন। কিন্তু বাকি নায়িকাদের রিলেশনশিপ স্টেটাসের কী খবর? দেখে নেওয়া যাক কারা বলছেন, ‘উই আর জাস্ট ফ্রেন্ডস’ আর কার স্টেটাস ‘ইটস কমপ্লিকে়টেড’!

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ০০:০০

টলিউডের দুই নায়িকা পাওলি ও শুভশ্রী কিছু দিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন। বিয়ে করে রিয়া সেনও তাঁর স্টেটাস বদলে ফেলেছেন। কিন্তু বাকি নায়িকাদের রিলেশনশিপ স্টেটাসের কী খবর? দেখে নেওয়া যাক কারা বলছেন, ‘উই আর জাস্ট ফ্রেন্ডস’ আর কার স্টেটাস ‘ইটস কমপ্লিকে়টেড’!

রাইমা

সেন বাড়িতে বিয়ের সানাই বাজতে সকলে ধরে নিয়েছিলেন, রাইমা সাত পাকে বাঁধা প়ড়তে চলেছেন। কিন্তু দেখা গেল, গাঁটছড়া বাঁধলেন বাড়ির ছোট কন্যে রিয়া। এখন আবার সকলে আগ্রহী রাইমার স্টেটাস নিয়ে। অভিনেত্রীর বক্তব্য, তিনি সিঙ্গল। পছন্দ মতো পাত্র পেলে বিয়ে করবেন। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের খবর, বিক্রম পুরীর সঙ্গে তাঁর প্রেম এখনও বজায় আছে। বিক্রমের সঙ্গে তাঁর স্ত্রীয়ের আইনি বিচ্ছেদ এখনও ঘটেনি। সুতরাং রাইমার নাম থাকছে ইটস কমপ্লিকেটেড বিভাগে।

স্বস্তিকা

সম্পর্ক নিয়ে তাঁর চেয়ে খোলামেলা বোধহয় টলিউডের আর কোনও নায়িকা নন। যদিও সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে ব্রেকআপ হয়ে গেলেও এ নিয়ে এখনও অফিশিয়ালি কিছু বলেননি স্বস্তিকা। সুমনের সঙ্গে তাঁর স্ত্রীয়ের ডিভোর্স না হওয়া এবং সুমন-স্বস্তিকার পারস্পরিক বোঝাপড়াই নাকি দু’জনের সম্পর্ক ভাঙার কারণ। স্বস্তিকা এখন সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ‘শাহজাহান রিজেন্সি’র শুট করছেন। সৃজিত নাকি এখনও স্বস্তিকা সম্পর্কে আগ্রহী বলে শোনা যায়।

মিমি

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে মিমি কাউকে ডেট করছেন বলে শোনা যায়নি। প্রেম আর বিয়ে নিয়ে তাঁকে প্রশ্ন করলে নায়িকা বলে থাকেন, ‘‘আমি সিঙ্গল। কেরিয়ার ছাড়া কিছু ভাবছি না।’’

সোহিনী

সোহিনীও নিজেকে সিঙ্গল বলে থাকেন। কিন্তু মাঝে মধ্যেই তাঁর লিঙ্কআপ সংক্রান্ত খবর শোনা যায়। কিছু দিন আগে এক পরিচালকের নাম শোনা গিয়েছিল। যদিও নায়িকার ঘনিষ্ঠ মহলের বক্তব্য, নায়িকার সঙ্গে তাঁর প্রাক্তনের সম্পর্ক ফের জোড়া লেগে গিয়েছে। সোহিনী অবশ্য কোনও খবরেই সিলমোহর দেন না। তাঁর কথায়, তিনি সিঙ্গল।

প্রিয়ঙ্কা

রাহুলের সঙ্গে ডিভোর্সের পর প্রিয়ঙ্কা কার সঙ্গে প্রেম করছেন, তা নিয়ে টলিউড মোটামুটি সরগরম ছিল। কখনও কোনও পরিচালকের নাম শুনতে পাওয়া যেত, তো কখনও কোনও ফোটোগ্রাফারের। তবে সকলে এখন নিশ্চিত প্রিয়ঙ্কা এক ফোটোগ্রাফারকেই ডেট করছেন। যাঁর সঙ্গে নায়িকাকে সব জায়গায় দেখা যায়। যদিও প্রিয়ঙ্কার জবাব, তিনি সিঙ্গল। তাঁরা শুধুই বন্ধু।

তনুশ্রী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখায় বিশ্বাসী এই নায়িকা। তা সত্ত্বেও কিছু ঘটনা প্রকাশ্যে চলেই আসে। ইন্ডাস্ট্রির সকলেই জানেন ব্যবসায়ী রাজকুমার গুপ্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন তনুশ্রী। সম্প্রতি রাজকুমারের সঙ্গে তাঁর স্ত্রীর আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। তা হলে কি এ বার তনুশ্রী গাঁটছ়ড়া বাঁধবেন? তনুশ্রীর ঘনিষ্ঠরাও কিন্তু এ ব্যাপারে সন্দিহান। আর নায়িকা নিজে কোনও মন্তব্যও করতে চান না তাঁর সম্পর্ক নিয়ে!

সায়ন্তিকা

কিছু দিন আগেই প্রেমিক জয় মুখোপাধ্যায়ের সঙ্গে ব্রেকআপ হয়েছে সায়ন্তিকার। টলিউডের খবর, আপাতত সিঙ্গলই আছেন তিনি। আর সায়ন্তিকা তো নিজেকে সব সময় সিঙ্গল বলেই দাবি করে এসেছেন। জয়ের সঙ্গে সম্পর্ক নিয়েও পারতপক্ষে কিছু বলতেন না।

নুসরত

তাঁর রিলেশনশিপ স্টেটাস নিয়ে টলিউডে একাধিক গুঞ্জন শোনা যায়। কেউ বলে, নুসরত বিবাহিত। কারও কথায়, শ্রীকান্ত মোহতার সঙ্গে তিনি ‘ইন আ রিলেশনশিপ’। নুসরত অবশ্য দুটো গুজবই নস্যাৎ করে দেন। যদিও ভিক্টর ঘোষের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করেন না। আর বলেন, বিয়েটা সকলকে জানিয়েই করবেন।

পার্নো

পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতার কথা টলিউডে সকলেই জানেন। কিন্তু পার্নো অফিশিয়ালি সে কথা স্বীকার করেন না। তাঁর বক্তব্য, তিনি সিঙ্গল। মৈনাক তাঁর শুধুই ভাল বন্ধু।

শ্রাবন্তী

মডেল কিষণ ব্রজের সঙ্গে তাঁর এনগেজমেন্ট হয়েছিল ২০১৬ সালে। তার পর ব্যক্তিগত কারণে এনগেজমেন্ট ভেঙেও যায়। তার আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে সংসার করেছেন অভিনেত্রী। আপাতত তিনি একাই। কানাঘুষোয় অবশ্য এ পার বাংলা এবং ও পার বাংলার দুই জনপ্রিয় অভিনেতার সঙ্গে প্রেম চলছে শ্রাবন্তীর। তবে নায়িকা নিজেকে সিঙ্গলই বলেন।

Cinema Actress Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy