Advertisement
E-Paper

গোবিন্দর মেয়ের ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’

এবার বলিউডে পা রাখবেন গোবিন্দর মেয়ে নর্মদা আহুজা। তবে রুপোলি পর্দার জন্য কন্যে নিজের নাম বেছেছেন ‘টিনা’। আর এ হেন টিনার প্রথম ছবির নাম ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’, পরিচালক স্মিপ কাং।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০০:০৪

এবার বলিউডে পা রাখবেন গোবিন্দর মেয়ে নর্মদা আহুজা। তবে রুপোলি পর্দার জন্য কন্যে নিজের নাম বেছেছেন ‘টিনা’। আর এ হেন টিনার প্রথম ছবির নাম ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’, পরিচালক স্মিপ কাং।

তা, টিনার নায়ক হচ্ছেন কে? টিনার সঙ্গে বলিউডে প্রথমবার পা রাখছেন পঞ্জাবি ফিল্মের খুব পরিচিত মুখ গিপ্পি গ্রেবাল। গিপ্পি ‘দেশি রকস্টার’ নামেও বেশ পরিচিত, তাঁর গায়কির জন্য। ছবির প্রযোজক অমোলক সিংহ মনে করছেন টিনা-গিপ্পির জুটি বলিউডে কামাল দেখাবেই! ছবির গল্পেই না কি সেই দম রয়েছে।

বিয়ে থেকে বিচ্ছেদ— পুরো ব্যাপারটাই কমেডির আঙ্গিকে দেখানো হবে এই ছবিতে। নতুন জুটির সঙ্গে দেখা যাবে ধর্মেন্দ্র, রতি অগ্নিহোত্রী, রবি কিষণ, গীতা বসরা, সঞ্জয় মিশ্রর মতো পোড় খাওয়া অভিনেতাদেরও। তবে দর্শক তথা ডান্সিং-স্টার গোবিন্দার ভক্তকুল অপেক্ষা করছেন টিনার পারফরম্যান্স দেখার জন্য। বাবার কমিক-টাইমিং ও ডান্স-স্টাইল এখনও মুগ্ধ করে সকলকে। টিনা কি পারবে সেই পরম্পরা বজায় রাখতে?

টিনার খুব সাবলীল উত্তর, “বাবার সঙ্গে আমার তুলনা করা হবে তা জানি, কিন্তু আমি কখনই ওঁকে নকল করব না। আমি আমার কাজ করব এবং আশা করি দর্শকরা আমাকে পছন্দ করবেন”।

Govinda Tina Ahuja Gippy Grewal Second Hand Husband Dharmendra Rati Agnihotri Ravi Kishan Geeta Basra Sanjay Mishra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy