অনুরাগ কাশ্যপের পরিচালনায় বড়পর্দায় আত্মপ্রকাশ করেন গুলশন দেবইয়া। তার পর থেকে একাধিক সিরিজ় ও ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হচ্ছে। বেশ কয়েক বছরের মধ্যে ভাল অভিনেতা হিসাবে নিজের পরিচয় তৈরি করে নিতে পেরেছেন তিনি। এ হেন গুলশন একবার পার্টির আমন্ত্রণ পান শাহরুখ খানের ‘মন্নত’-এ। কিন্তু সেখানে গিয়ে ভাল লাগেনি, বরং অস্বস্তি হয় গুলশনের।
আরও পড়ুন:
এমনিতে শাহরুখ খানের বাড়িতে যাঁরা গিয়েছেন, প্রত্যেকে এক বাক্যে স্বীকার করেন উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কথা। শাহরুখের আতিথেয়তা নাকি তুলনাহীন। তেমনই গৌরী খানও লোকজন খুবই ভালবাসেন। তা হলে গুলশনের এমন অন্য মত কেন? কী হয়েছিল তাঁর সঙ্গে? শাহরুখের বাড়িতে বাড়িতে গিয়ে নাকি বেশ অস্বস্তিবোধ হয়েছিল গুলশনের। অভিনেতা এক সাক্ষাৎকারে বলেন, ‘‘এক অনুষ্ঠানে অনুরাগের (কাশ্যপ) সঙ্গে বসে গল্প করছিলাম। তখনই শাহরুখ নিজের বাড়িতে সকলকে নিয়ে আসার আমন্ত্রণ জানান। আমি ও আমার স্ত্রী-ও গিয়েছিলাম। গিয়ে দেখি আগে থেকেই সেখানে অনেক লোক হাজির। কর্ণ জোহর, রাজ কুমার হিরানি, ফারহান আখতাররা ছিলেন। সেখানে সকলেই খুব ভাল, আমাদের সঙ্গে সস্ত্রীক শাহরুখ এসে কথাও বলেন। কিন্তু, আমার মনে হয়েছিল, ওই পরিবেশে আমি মানানসই নই।’’
গুলশন জানান, তিনি তিন ঘণ্টা ছিলেন সেখানে। শাহরুখ যথেষ্ট আপন করে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু গুলশনের ভিতরে অস্বস্তি হতে থাকে। শেষ পর্যন্ত ওই পার্টিতে তিনি নাকি সবচেয়ে বেশি সময় কাটিয়েছিলেন আমেরিকান অভিনেতা জন এজিটনের সঙ্গে।