পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এই মুহূর্তে বেশ চর্চিত। তার নেপথ্যে রয়েছে একাধিক কারণ। ইতিমধ্যেই ভারতে নিষিদ্ধ করা হয়েছে এই অভিনেত্রীর সামাজমাধ্যমের পাতা। উল্লেখ্য, হানিয়ার অনুরাগীর সংখ্যা ভারতেও কম নয়। তাঁরা নিয়মিত অভিনেত্রীর সমাজমাধ্যমে নজর রাখেন। শুধু তা-ই নয়, ভারতীয় তারকাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রয়েছে হানিয়ার। গায়ক বাদশা তাঁর পরম বন্ধু। মাঝেমধ্যেই বিদেশে ছুটি কাটাতে দেখা যায় তাঁদের। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে ছবি করার কথা ছিল তাঁর। যদিও তা এখন বিশ বাঁও জলে। সম্প্রতি তাঁর একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে তিনি দেশের সেনাপ্রধানকে 'ষড়যন্ত্রী' বলেছেন, এমনকি সাহায্য চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। এ হেন হানিয়ার ছবি এ বার বিক্রি হচ্ছে ২৫ টাকায় কেবলমাত্র ভারতীয়দের জন্য।
ভারতে নিষিদ্ধ হানিয়া। এমনকি, নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলিকেও, যেখানে হানিয়া আমিরের ধারাবাহিক দেখা যেত। এ দিকে ভারতে হানিয়ার অনুরাগী সংখ্যার কথা মাথায় রেখে শুরু হয়েছে জালিয়াতি। ইনস্টাগ্রামে একজন এই মর্মে পোস্ট দেন যে, যাঁরা হানিয়া আমিরের ধারাবাহিক দেখতে চান তাঁরা যেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এপিসোড পিছু দিতে হবে ২৫ টাকা। এই নিয়ে ইতিমধ্যেই হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। অনেকে যেমন হানিয়ার ধারাবাহিক দেখতে আগ্রহী, অনেকেই আবার প্রতিবাদ জানিয়েছেন। এ দিকে তাঁর নাম ভাঁড়িয়ে পাকিস্তানি সেনাপ্রধানের নামে যে পোস্ট করা হয়েছে তা যে সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন, তা স্পষ্ট করেন হানিয়া। উল্লেখ্য, ‘মেরে হমসফর’, ‘মুঝে পেয়ার হুয়া থা’-র মতো পাকিস্তানি ছবিতে অভিনয় করে জনপ্রিয় হানিয়া।