২৮ পেরিয়ে ২৯-এ পা দিলেন তিনি। বয়সের কথা উঠছে কারণ মঙ্গলবার তাঁর জন্মদিন। তবে বয়স নিয়ে একটুও চিন্তিত নন বার্থ ডে গার্ল। আপাতত ফোকাসে শুধুমাত্র কেরিয়ার। তিনি প্রাচী দেশাই। জন্মদিনে দেখে নেওয়া যাক প্রাচীর চার কীর্তি। না! এটা সিরিয়াসলি নেবেন না। সোশ্যাল মিডিয়ায় সেলেবদের নিয়ে মজা করে অনেক কিছুই আপলোড হয়। প্রাচীও তার ব্যতিক্রম নন। সেখান থেকেই বেছে নেওয়া হল চারটি।
আরও পড়ুন, কঙ্গনা-হৃতিক বিতর্কে কী বলছে বলিউড
প্রাচীর গোপন প্রেমিক