Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
Entertainment News

রেখা-অমিতাভের সম্পর্কের এই অজানা দিকগুলো জানতেন?

৬৩। হিসেব বলছে এটাই তাঁর বয়স। কিন্তু সে তো নিতান্ত  এক সংখ্যামাত্র। তিনি রেখা। মঙ্গলবার তাঁর জন্মদিন। ফিরে দেখা যাক বার্থ ডে গার্লের জীবনের সবচেয়ে আলোচিত এক অধ্যায়। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্কের পাঁচ অজানা দিক।  

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ১৪:২২
Share: Save:
০১ ০৫
‘দো আনজানে’ ছবিতে প্রথম বড়পর্দায় এসেছিলেন অমিতাভ-রেখা। তারপর থেকেই অনস্ক্রিন তো বটেই, অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও চর্চা শুরু হয়।

‘দো আনজানে’ ছবিতে প্রথম বড়পর্দায় এসেছিলেন অমিতাভ-রেখা। তারপর থেকেই অনস্ক্রিন তো বটেই, অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও চর্চা শুরু হয়।

০২ ০৫
‘সিলসিলা’ ছবিতে ম্যাজিক তৈরি করেছিলেন যশ চোপড়া। রেখা-অমিতাভ-জয়া এই ত্রিকোণ অনস্ক্রিন সম্পর্কের অফস্ক্রিন রসায়ন নিয়েও আলোচনা শুরু হয় সিনে মহলে।

‘সিলসিলা’ ছবিতে ম্যাজিক তৈরি করেছিলেন যশ চোপড়া। রেখা-অমিতাভ-জয়া এই ত্রিকোণ অনস্ক্রিন সম্পর্কের অফস্ক্রিন রসায়ন নিয়েও আলোচনা শুরু হয় সিনে মহলে।

০৩ ০৫
অমিতাভের সঙ্গে সম্পর্কে বিষয়ে রেখা প্রকাশ্যে মুখ খুললেও অমিতাভ বা বচ্চন পরিবারের সকলেই দীর্ঘদিন ধরে এই ইস্যুতে নীরব থেকেছেন।

অমিতাভের সঙ্গে সম্পর্কে বিষয়ে রেখা প্রকাশ্যে মুখ খুললেও অমিতাভ বা বচ্চন পরিবারের সকলেই দীর্ঘদিন ধরে এই ইস্যুতে নীরব থেকেছেন।

০৪ ০৫
রেখা একবার এক সাক্ষাত্কারে বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে অমিতাভের থেকে তিনি সিনিয়র হলেও অভিনেতা অমিতাভের সামনে দাঁড়ানোটা খুব একটা সহজ বিষয় ছিল না।

রেখা একবার এক সাক্ষাত্কারে বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে অমিতাভের থেকে তিনি সিনিয়র হলেও অভিনেতা অমিতাভের সামনে দাঁড়ানোটা খুব একটা সহজ বিষয় ছিল না।

০৫ ০৫
রেখা জানিয়েছিলেন, ‘দো আনজানে’ ছবিতে সই করার সময় তাঁর প্রথম আলাপ হয় অমিতাভের সঙ্গে। তার আগে জয়া বচ্চনের স্বামী হিসেবে তিনি অমিতাভকে চিনতেন। কাজ করার সময়ও নাকি রেখা খুব নার্ভাস ছিলেন।

রেখা জানিয়েছিলেন, ‘দো আনজানে’ ছবিতে সই করার সময় তাঁর প্রথম আলাপ হয় অমিতাভের সঙ্গে। তার আগে জয়া বচ্চনের স্বামী হিসেবে তিনি অমিতাভকে চিনতেন। কাজ করার সময়ও নাকি রেখা খুব নার্ভাস ছিলেন।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE