Here are some lesser-known blood relations in Bollywood dgtl
এই বলি তারকাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে, জানতেন?
বি-টাউনে একটা কথা খুব প্রচলিত, সেটা হল ‘তারকা ঘরানা’। জানেন কী, পাকশিল্পী আলি জাফরের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে আমির খানের? তেমনই রয়েছে কর্ণ জোহরের সঙ্গে আদিত্য চোপড়ার। অবাক হলেন? তা হলে দেখে নিন এঁরা কী ভাবে একে অপরের সঙ্গে জড়িত।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ০৯:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
বি-টাউনে একটা কথা খুব প্রচলিত, সেটা হল ‘তারকা ঘরানা’। জানেন কী, পাকশিল্পী আলি জাফরের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে আমির খানের? তেমনই রয়েছে কর্ণ জোহরের সঙ্গে আদিত্য চোপড়ার। অবাক হলেন? তা হলে দেখে নিন এঁরা কী ভাবে একে অপরের সঙ্গে জড়িত।
০২১২
কর্ণ জোহর-আদিত্য চোপড়া: জানেন কী, জোহর এবং চোপড়া, বি-টাউনের এই দুই নামজাদা তারকা পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? কর্ণ জোহরের মামাতো ভাই হন আদিত্য চোপড়া। কর্ণের মা হিরু জোহর আদিত্য চোপড়ার বাবা যশ চোপড়ার নিজের বোন। রূপোলি পর্দায় কর্ণের এন্ট্রিও হয় আদিত্য চোপড়ার হাত ধরেই, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির মাধ্যমে।
০৩১২
রানি মুখোপাধ্যায়-সিমি গারেওয়াল: আদিত্য ঘরণী রানি মুখোপাধ্যায় সম্পর্কে সিমি গারেওয়ালের বৌদি হন। সিমির মা দ্রাস্টি আদতে আদিত্য চোপড়ার মা পামেলা চোপড়ার বোন।
০৪১২
তব্বু-শাবানা আজমি: দু’জনেই দক্ষ অভিনেত্রী। জানেন কী, তব্বু সম্পর্কে শাবানার ভাইঝি হন? তব্বুর বাবা জামাল হাসমি শাবান আজমির ভাই।
০৫১২
ফারহা খান-ফারহান আখতার: একজন দক্ষ কোরিওগ্রাফার ও পরিচালক। অপর জন দক্ষ অভিনেতা, গায়ক, প্রযোজক, পরিচালক, স্ক্রিপ্টরাইটার। বি-টাউনে দু’জনেরই জনপ্রিয়তা তুঙ্গে। আবার দু’জনেই পারিবারিক সূত্রে জড়িত। ফারহানের মা ডেইসি ইরানির বোন মানেকা ইরানির মেয়ে ফারহা।
০৬১২
শ্রদ্ধা কপূর-লতা মঙ্গেশকর: ভাবছেন তো এঁদের দু’জনের মধ্যে কী সম্পর্ক? শ্রদ্ধার দাদু লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের খুড়তুতো ভাই। এ বার বুঝলেন তো অভিনয়ের পাশাপাশি শ্রদ্ধা গানেও এত পারদর্শী কেন!
০৭১২
আরমান মালিক-অনু মালিক: আরমানের বাবা ডাবু মালিক সম্পর্কে অনু মালিকের ভাই। এই কাকা-ভাইপো জুটি সঙ্গীতের দুনিয়ায় বাজিমাত করেছেন।
০৮১২
সোনম কপূর-রণবীর সিংহ: জানেন কী, বলিউডের এই দুই হার্টথ্রব আদতে ভাইবোন? সোনমের ‘নানি’ আর রণবীরের ‘দাদি’ সম্পর্কে দুই বোন।
০৯১২
কাজল, অয়ন মুখোপাধ্যায়, শর্বাণী মুখোপাধ্যায়: কাজল, অয়ন এবং শর্বাণী সম্পর্কে ভাইবোন। কাজলের বাবা শমু মুখোপাধ্যায়, অয়নের বাবা দেব এবং শর্বানির বাবা রোনো সম্পর্কে ভাইবোন।
আলি জাফর-আমির খান: মনে আছে ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতে ইমরান খানের দাদার চরিত্রে অভিনয় করেছিলেন আলি জাফর? মজার ব্যাপার হল, আলি জাফর সম্পর্কে ইমরানের কাকা হন। আসলে, আলির স্ত্রী আয়েষা ফাজলি আমির খানের দূর সম্পর্কের বোন।
১২১২
আলিয়া ভট্ট-ইমরান হাসমি: এটা অবশ্য অনেকেরই জানা যে, ইমরানের মামাতো বোন হন আলিয়া। ইমরানের মা আসলে মহেশ ভট্টের খুড়তুতো বোন।