বলিপাড়ায় তাঁর দাপট বিশাল। তারকা সন্তানদের নাকি ‘গডফাদার’ তিনি। ১৯৯৫ সালে আদিত্য চোপড়ার প্রথম ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে সহকারী পরিচালক ছিলেন কর্ণ জোহর। তার তিন বছর পরে নিজের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালনা করেন তিনি। ওই ছবির মাধ্যমেই পরিচালক হিসাবে আত্মপ্রকাশ কর্ণের। শাহরুখ খান, কাজল ও রানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবিতে বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল সলমন খানকেও। তবে সলমনের সঙ্গে কাজ করতে গিয়ে নাকি নাজেহাল অবস্থা হয় কর্ণের।
একে ছবিতে নায়ক শাহরুখ খান। দ্বিতীয় নায়কের চরিত্রে সলমন। এ দিকে ছবিতে কাজ করার জন্য এক টাকা পারিশ্রমিক পর্যন্ত নেননি। তাই সলমনের দাবি ছিল, ‘সাজন জি ঘর অ্যায়’ গানে তিনি শুটিং করবেন টি শার্ট ও জিন্স প্যান্ট পরে। যদিও ছবিতে স্যুট-প্যান্ট পরেই দেখা যায় সলমনকে। তবে শুটিংয়ের দিন সেটে ঢুকে ভ্যানিটি ভ্যানে গিয়ে বসেন। তার পরই গোঁ ধরেন জিন্স ও টি শার্ট পরেই গোটা গানের শুটিং করবেন। কিন্তু পরিচালক কর্ণের মাথায় অন্য পরিকল্পনা। জামাকাপড় সব প্রস্তুত। কিন্তু সলমন নাছোড়বান্দা। কথা শুনবেন না।
নায়কের এমন আবদার শুনে খানিক বিভ্রান্ত হয়ে যান কর্ণ। সম্প্রতি এক অনুষ্ঠানে এসেই কর্ণ বলেন, ‘‘আমি ওঁর ভ্যানিটি ভ্যানে গিয়ে অনেকক্ষণ বোঝাই। কিন্তু কোনও ফল মেলেনি। শেষে চিন্তায় পড়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করি।’’ কর্ণের কান্না দেখে নাকি মত বদলান নায়ক। পরিচালকের কথা মতোই শেষমেশ স্যুট-প্যান্ট পরে গানের শুটিং করেন। কাজলের বিপরীতে ‘সাজন জি ঘর অ্যায়’ গানটি এখনও জনপ্রিয়।