পেরিয়ে গিয়েছে ৩০ বছর। এখনও রাজ ও সিমরনের প্রেমে মোহিত সিনেপ্রেমীরা। ১৯৯৫ সালের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির রাজই ছিলেন নাকি আসল খলনায়ক? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন পর্দার কুলজিৎ সিংহ অর্থাৎ পরমীত সেঠী। তাঁর বক্তব্য ঘিরেই শুরু তুমুল আলোচনা। কেন এমন বললেন অভিনেতা?
সম্প্রতি, এক সাক্ষাৎকারে পরমীত নিজের চরিত্রের দৃষ্টিকোণ থেকে এই ছবির বিশ্লেষণ করেন। তাঁর মতে, এই ছবি প্রেম-ভালবাসার উদ্যাপন করে এবং পুরোপুরি নায়কোচিত। যদি কুলজিতের দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তা হলে মনে হবে ছবির খলনায়ক শাহরুখ খান। কারণ, ছবির গল্প অনুযায়ী কুলজিতের বাগদত্তাকে নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষে রাজ। অথচ, কুলজিৎ কিন্তু এই ধরনের কোনও কাজই করেনি।
আরও পড়ুন:
পরমীত বলেন, “ডিডিএলজে (দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে) ছবিতে কুলজিৎ তো কোনও দোষই করেনি। শাহরুখের চরিত্র রাজই তো এসে আমার বাগদত্তাকে নিয়ে চলে যায়। আমি তো যাইনি কারও পিছনে।” অভিনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক নয়, বরং তাঁর পক্ষেই অধিকাংশ নেটাগরিক। অনেকেই এমন আরও ছবির নাম খুঁজে বার করেছেন যেখানে শাহরুখকে অন্য পুরুষের বাগদত্তার সঙ্গে প্রেম করতে দেখা গিয়েছে। কেউ মন্তব্য করেছেন, “শাহরুখ এই একই কাজ করেছিলেন ‘পরদেস’ আর ‘দিল তো পাগল হ্যায়’-ছবিতেও ।” অপর এক জন লেখেন, “সলমন খানের বাগদত্তা অঞ্জলিকেও তো শেষমেষ বিয়ে করেছিলেন শাহরুখ।‘কুছ কুছ হোতা হ্যায়’তেও সেই গল্পের ধাঁচ।” কেউ কেউ আবার ‘বীর জ়ারা’ ছবিতে প্রীতি জ়িন্টার প্রসঙ্গও টানেন।