মনোজ মিত্রর ‘সাজানো বাগান’ অবলম্বনে তৈরি হয়েছিল মরাঠি ছবি ‘নারবাচি ওয়াড়ি’। সে ছবির প্রযোজক ছিলেন মুম্বই নিবাসী এক বাঙালি। নাম পিন্টু গুহ। জাতীয় টেলিভিশন দুনিয়ায় বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়াল প্রযোজনা করেছেন তিনি। অন্যতম হল ‘উতরণ’। পিন্টুর স্ত্রী রূপালি গুহ পরিচালনা করেছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে নিয়ে ‘পরিচয়’।
সেই পিন্টু এই বার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘ইচ্ছে’র হিন্দি রিমেক করার জন্য চুক্তি করেছেন। আপাতত চিত্রনাট্য লেখার কাজ চলছে। তার পর শুরু হবে কাস্টিং।
কেন ‘ইচ্ছে’কে বেছে নিলেন বলিউডের জন্য? তার কারণ হল ছবির বিষয়। এক পোজেসিভ মা এবং তার ছেলেকে ঘিরে ছবি। বলিউড মনে করছে এই বিষয়টার জাতীয় দর্শকের কাছে আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা আছে। “প্রথমে আমাদের বলা হয় ছবিটা মরাঠিতে রিমেক করার কথা। কিন্তু আমরা বলি ‘ইচ্ছে’র মধ্যে একটা সর্বজনীন আবেদন রয়েছে। তার পর ঠিক হয় ছবিটা হিন্দিতে তৈরি হবে। তখন আমরা রাজি হয়ে যাই। তবে নন্দিতাদি আর আমার একটাই শর্ত ছিল। হিন্দি রিমেকটাও আমরা পরিচালনা করব,” শিবপ্রসাদ জানান।