একটা সময় বলিউডের অভিনেতা ছিলেন। একাধিক হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন, পরে অবশ্য নেটপ্রভাবী হয়ে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি হলেন ‘হিন্দুস্তানি ভাউ’ ওরফে বিকাশ জয়রাম পাঠক। এমনিতেই তাঁর ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়। এ বার তিনি খেপে গেলেন জয়া বচ্চনের উপর।
দিনকয়েক আগেই অমিতাভ বচ্চনের স্ত্রী মুম্বইয়ের পাপারাৎজ়িদের আচরণ নিয়ে আপত্তি তোলেন। সম্প্রতি, মুম্বইয়ের একটি অনুষ্ঠানে ছবিশিকারিদের উপর বিরক্তি প্রকাশ করেন তিনি। ‘পাপারাৎজ়ি’ সংস্কৃতিতে একেবারেই বিশ্বাসী নন জয়া বচ্চন, বলেছেন বহু বার। জয়া এমনও প্রশ্ন তোলেন, “নোংরা জামাকাপড় পরে চলে আসে, এরা কারা? ওদের কি কোনও পড়াশোনা আছে?” জয়ার এ হেন মন্তব্যের বিরোধিতা করেছিলেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিন্হা থেকে নতুন প্রজন্মের অভিনেত্রী হুমা কুরেশি।
এ বার জয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন বিকাশ জয়রাম পাঠক। তিনি ছবিশিকারিদের উদ্দেশে বলেন, ‘‘এমন মানুষের পিছনে ছোটেন কেন, যাঁরা নিজেদের সম্মান নিজেরাই রক্ষা করতে পারেন না। কী যেন নাম ওঁর! অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া প্রদা? ওহ্ না, বচ্চন। নিজে তো ১৫০ টাকার শাড়ি পরেন। লোকের জামাকাপড় তুলে কথা বলেন।’’ তাঁর দাবি, আলোকচিত্রীরা না থাকলে কিছু কিছু তারকাকে নাকি মানুষ পাত্তাও দিতেন না। পাশাপাশি তিনি যে আলোকচিত্রীদের পক্ষে রয়েছেন, সেই অবস্থান স্পষ্ট করে দেন।