Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৩
Jeremy Renner

দুর্ঘটনা এখন অতীত, সুস্থ হয়েই শারীরিক কসরতে মন মার্ভেল তারকার

বছর শুরু করেছেন মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। মাস দু’য়েক পরে আপাতত সুস্থতার পথে মার্ভেল তারকা জেরেমি রেনার।

Photograph of Jeremy Renner.

কিছুটা সুস্থ হয়েই জিমে ফিরলেন জেরেমি রেনার। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
লস অ্যাঞ্জেলেস শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৭
Share: Save:

বছরের শুরুটা একেবারেই ভাল হয়নি হলিউড অভিনেতা জেরেমি রেনারের। বরফের চাঁই সরাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ‘হকআই’ খ্যাত তারকা। মাথায় ও কোমরে মারাত্মক চোট পান জেরেমি। তবে খুশির খবর, চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। গত মাসে জেরেমি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। চলছে ফিজ়িওথেরাপি। এর মধ্যেই জিমে ফিরলেন তিনি। শারীরিক কসরতের ভিডিয়ো পোস্ট করলেন সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় লিখলেন ‘‘হোয়াটেভার ইট টেকস্‌!’’

‘হোয়াটেভার ইট টেকস্‌!’ মার্ভেল অনুরাগীদের কাছে এই শব্দবন্ধের গুরুত্ব কতটা, তা নতুন করে বলে দিতে হয় না। ‘অ্যাভেঞ্জার্জ: এন্ডগেম’ ছবির মূলমন্ত্র ছিল এই শব্দবন্ধ। ‘অ্যাভেঞ্জার্জ: ইনফিনিটি ওয়ার’ ছবিতে থ্যানোসের তুড়ি মারার ফলে যে ‘ব্লিপ’ তৈরি হয়েছিল, তাতে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল গোটা দুনিয়ার অর্ধেক জনসংখ্যা। তাঁদের ফিরিয়ে আনার লক্ষ্যে ফের এক জায়গায় মিলিত হয়েছিলেন পৃথিবীর সব থেকে শক্তিশালী সুপারহিরোরা। হারিয়ে যাওয়া প্রিয়জনদের ফিরিয়ে আনতে তাঁদের মন্ত্র ছিল ‘হোয়াটেভার ইট টেকস্‌!’ সুস্থ হয়ে জিমে ফিরে সেই শব্দবন্ধ ব্যবহার করলেন জেরেমি। তাঁকে এক্সারসাইজ় বাইকে দেখে খুশি অনুরাগীরা। তাঁরা সমাজমাধ্যমে লিখলেন, ‘‘সুপারহিরোর মতোই প্রত্যাবর্তন অভিনেতার।’’

গত ১ জানুয়ারি আমেরিকার নেভাদায় রাস্তায় জমে থাকা বরফের চাঁই সরাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন জেরেমি। এক আত্মীয়ের গাড়িকে বরফ থেকে বার করার চেষ্টা করছিলেন। কিন্তু তা করতে গিয়ে বরফ সরানোর যন্ত্রের তলায় চাপা পড়ে যান জেরেমি। দুর্ঘটনায় গুরুতর আহত হন। মারাত্মক চোট পান মাথায়, কোমরে। ভেঙে গিয়েছিল দেহের ৩০টিরও বেশি হাড়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জেরেমিকে। সেখানেই সপ্তাহ কয়েক চিকিৎসা চলে অভিনেতার। হাসপাতাল থেকে বাড়ি ফিরে সমাজমাধ্যমে নিজে স্বাস্থ্য ও কাজের খবর জানান জেরেমি। ‘মেয়র অফ কিংসটাউন’ নামক একটি মার্কিন থ্রিলার ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন জ়েরেমি। সিরিজ়ের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করেন হলিউড তারকা। বলিউড অভিনেতা অনিল কপূরের সঙ্গে ‘রেনারভেশন্স’ নামক এক ওয়েব সিরিজ়েও অভিনয় করতে চলেছেন জেরেমি রেনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE