সুরভীন চাওলার ছেলেবেলা মোটেও সুখকর নয়। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, নানা তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে তাঁকে। কখনও তিনি ভাগ করে নেন বিনোদন দুনিয়ার যৌন হেনস্থার কথা, কখনও কিশোরীবেলার কথা। মাত্র ১৫ বছরের সুরভীনকে দেখে কোনও এক পুরুষ হস্তমৈথুন করেছিলেন। আবার ওই বয়সেই তাঁকে শুনতে হয়েছিল, তিনি নাকি ‘বেশ্যা’! সকলের শয্যাসঙ্গিনী হন। বলিউডেও তিনি নাকি ‘কাস্টিং কাউচে’-এর শিকার হতে হতে বেঁচেছেন।
আরও পড়ুন:
আর সেই অভিজ্ঞতা থেকেই বড় শিক্ষা নিয়েছেন অভিনেত্রী। নিজের মেয়েকে যাতে কোনও বিরূপ পরিস্থিতির মধ্যে না পড়তে হয়, সে জন্য মাত্র ৩ বছর বয়সেই তাকে শিখিয়ে দিয়েছেন ঋতুস্রাব কী, কী ভাবে ব্যবহার করতে হবে স্যানিটারি ন্যাপকিন। পরিচিতি করিয়ে দিয়েছেন ‘যোনি’ শব্দের সঙ্গেও।
২০১৯ সালে মা হন সুরভীন। এখন মেয়ের বয়স ৬। কিন্তু মেয়ের বয়স যখন মাত্র ৩ সেই সময়ই স্নানঘরের ড্রয়ার থেকে মেয়ের হাতে প়ড়ে যায় স্যানিটারি ন্যাপকিন। মেয়ে প্রশ্ন করে কী এটা? কোনও রাখঢাক না করেই সুরভীন মেয়েকে বলেন, ‘‘মেয়েরা প্রতি মাসে তাঁদের শরীর থেকে বদ রক্ত বের করে দেয়। এটা ঋতুস্রাব। আর ন্যাপকিন বড়দের ডাইপারের মতো কাজ করে।’’
এতটুকুই বুঝিয়ে ক্ষান্ত হননি নায়িকা। মেয়েকে যোনিপথ নিয়েও পাঠ পড়ান। সুরভীন জানান মেয়ে ‘যোনি’ শব্দটার সঙ্গে পরিচিত। মেয়েকে এত অল্প বয়সে এত কিছু বুঝিয়ে দেওয়ার নেপথ্যে কারণ হিসেবে তিনি জানান, এই ধরনের আলোচনা লুকিয়ে করার জায়গায় খোলামেলা ভাবে বেশি করে উচিত।