হৃতিক রোশন নাকি তাঁর বন্ধু। এমনকী অভিনয় নিয়ে তাঁকে বিভিন্ন টিপসও দিয়েছেন। সম্প্রতি সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেছেন পোলিশ-স্প্যানিশ অভিনেত্রী অ্যাঞ্জেলা ক্রিসলিন্সকি। কিন্তু অভিনেত্রীর দাবি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন স্বয়ং হৃতিক! সোশ্যাল মিডিয়ায় একটি খবরের কাগজের ছবি শেয়ার করে হৃতিক লেখেন, ‘…আপনি কে? কেন মিথ্যে কথা বলেছেন?’
আরও পড়ুন, ট্রেলারেই লক্ষ্মীলাভের ইঙ্গিত দিল ‘দুর্গা সহায়’
অ্যাঞ্জেলা আরও দাবি করেছেন, হৃতিকের মতো বন্ধু থাকায় তিনি গর্বিত। কিন্তু নায়কের কথা শুনে গোটা ইন্ডাস্ট্রির মনে হচ্ছে, তিনি অ্যাঞ্জেলাকে চেনেনও না। তবে অভিনেত্রীর দাবি, হৃতিকের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু চোটের কারণে সে সময় কাজটা করতে পারেননি হৃতিক।
যদিও ইন্ডাস্ট্রির গসিপ হৃতিক নাকি অ্যাঞ্জেলাকে বড় ব্রেক দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আপাতত তাঁর রিঅ্যাকশন দেখে গোটা ঘটনা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন বলি মহলের একটা বড় অংশ।
My dear lady, who are you and why are u lying. pic.twitter.com/xydPrKr8nH
— Hrithik Roshan (@iHrithik) April 4, 2017
যদিও ইন্ডাস্ট্রির গসিপ হৃতিক নাকি অ্যাঞ্জেলাকে বড় ব্রেক দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আপাতত তাঁর রিঅ্যাকশন দেখে গোটা ঘটনা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন বলি মহলের একটা বড় অংশ।