Advertisement
১৬ জুন ২০২৪
Nawazuddin Siddiqui

‘আমাকে সফট টার্গেট করে প্রচার পেতে চাইছে ভাইয়ের বউ’

ভ্রাতৃবধূ আফরিনকে মারধরের অভিযোগ বিলকুল মিথ্যে! ফলে, যে সব অভিযোগ তাঁর বিরুদ্ধে করা হচ্ছে, তা সবই উদ্দেশ্যপ্রণোদিত। আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ১৮:৪১
Share: Save:

ভ্রাতৃবধূ আফরিনকে মারধরের অভিযোগ বিলকুল মিথ্যে! ফলে, যে সব অভিযোগ তাঁর বিরুদ্ধে করা হচ্ছে, তা সবই উদ্দেশ্যপ্রণোদিত। আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। গত ২৮ সেপ্টেম্বর তাঁর আফরিন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে বলা হয়েছিল, তিন মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন নওয়াজউদ্দিন তাঁর পেটে লাথি মেরেছেন।

সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে গোটা ঘটনার জন্য আফরিনের এক আত্মীয়াকে দায়ী করেছেন নওয়াজ। তাঁকে সফট টার্গেট করে আফরিন নিজে প্রচার পেতে চাইছে বলে নওয়াজের দাবি। ‘‘আমি যদি সাধারণ কেউ হতাম, তা হলে এ ভাবে নাম জড়াত না। তা হলে তো আর হেডলাইন হত না। আপনারা ভিডিওটা দেখলেই বুঝবেন যে সব অভিযোগ মিথ্যে,’’— বলেছেন অভিনেতা। বরং আফরিনের ওই আত্মীয়রা বিয়ের সময় তাঁদের বাড়িতে বড়সড় চুরির উদ্দেশ্য নিয়ে এসেছিলেন বলে তাঁর অভিযোগ।

আফরিনের সঙ্গে নওয়াজের ছোটভাই মিনাজউদ্দিন সিদ্দিকির সঙ্গে বিয়ে হয়েছিল চলতি বছরের ৩১ মে। বিয়ের সময়ে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁর কাছ থেকে পণ চেয়েছিল, আর তা না পাওয়ায় তাঁর উপরে দিনের পর দিন অকথ্য অত্যাচার করতেন বলে অভিযোগ দায়ের করা হয়েছিল।

আরও পড়ুন, ‘দরজা খোলা আছে, যদি কেউ আহ্বান জানান তা হলে আমিও আছি’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nawazuddin Siddiqui Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE