Advertisement
E-Paper

ফের জেলে যেতে পারেন সঞ্জয় দত্ত?

১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণ মামলায় পাঁচ বছরের জেল হয়েছিল সঞ্জয় দত্তের। কিন্তু জেলে যাওয়ার পর বহু বার প্যারোলে মুক্তি পেয়েছেন অভিনেতা। তখনই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, প্রভাব খাটিয়েই কি এত বার প্যারোলে মুক্তি পাচ্ছেন সঞ্জয়?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ১৮:৫৪
সঞ্জয় দত্ত।— ফাইল চিত্র।

সঞ্জয় দত্ত।— ফাইল চিত্র।

১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণ মামলায় একাধিক বার সঞ্জয় দত্তের প্যারোলে মুক্তি এ বার আদালতের প্রশ্নের মুখে পড়ল। প্রশ্নের মুখে পড়ল মহারাষ্ট্র সরকার ও জেল কর্তৃপক্ষের সিদ্ধান্তও। আদালতের প্রশ্নের মুখে পড়ে মহারাষ্ট্র সরকার বৃহস্পতিবার জানিয়েছে, যদি সঞ্জয়ের প্যারোল বেআইনি বলে মনে হয় তা হলে তাঁকে ফের জেলে পাঠানো যেতে পারে।

আরও পড়ুন, ড্রাগ মাফিয়া কেসে নাম জড়াল টলিউডের এই অভিনেত্রীর

১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণ মামলায় পাঁচ বছরের জেল হয়েছিল সঞ্জয় দত্তের। কিন্তু জেলে যাওয়ার পর বহু বার প্যারোলে মুক্তি পেয়েছেন অভিনেতা। তখনই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, প্রভাব খাটিয়েই কি এত বার প্যারোলে মুক্তি পাচ্ছেন সঞ্জয়? এ প্রসঙ্গে জনস্বার্থ মামলাও দায়ের হয়। নির্দিষ্ট সময়ে মুক্তির আট মাস আগেই জেল থেকে ছাড়া পেয়ে যান তিনি। বম্বে হাইকোর্টের তরফে সঞ্জয়ের এত ঘন ঘন প্যারোলে মুক্তি পাওয়ার কারণ জানতে চাওয়া হয় মহারাষ্ট্র সরকারের কাছে। তার উত্তরেই সঞ্জয়কে ফের জেলে পাঠানোর সম্ভাবনার কথা উঠে আসে।

এ দিন বিচারপতি আর এম সবন্ত এবং সাধনা যাদবের ডিভিশন বেঞ্চ বলে, আদালত শুধু জানতে চাইছে, এই প্যারোল আইন মেনে হয়েছে কি না। অন্য দিকে, সরকার পক্ষের অ্যাডভোকেট জেনারেল আশুতোষ কুম্ভাকনি জানিয়েছেন, বন্দিদের ভাল ব্যবহারের পুরস্কার হিসেবে প্যারোলের আবেদন মঞ্জুর করেন সরকার ও জেল কর্তৃপক্ষ। হাই প্রোফাইল বন্দি যদি নির্দিষ্ট সময়ের এক দিন আগেও মুক্তি পান তা হলে তা নিয়েও বড় ইস্যু তৈরি হয়।

Sanjay Dutt Maharashtra Government Bombay High Court Crime Mumbai Celebrity Gossip Film Actor Bollywood Celebrities সঞ্জয় দত্ত
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy