Advertisement
০৪ মে ২০২৪
Entertainment News

'মহানায়ক'-এর গৌরী দেবী গেলেন কোথায়?

ইন্ডাস্ট্রিতে 'মহানায়ক' ধারাবাহিকে গৌরী দেবী, 'যুগনায়ক' নাটকের নিবেদিতা, বা কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'ক্ষত' ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন মিশকা। কিন্তু আজ কোথায় তিনি? খোঁজ নিলেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়।ইন্ডাস্ট্রিতে 'মহানায়ক' ধারাবাহিকে গৌরী দেবী, 'যুগনায়ক' নাটকের নিবেদিতা, বা কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'ক্ষত' ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন মিশকা। কিন্তু আজ কোথায় তিনি? খোঁজ নিলেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়।

আনমনে। ছবি: ফেসবুকের সৌজন্যে।

আনমনে। ছবি: ফেসবুকের সৌজন্যে।

শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ১৪:৫৩
Share: Save:

মিশকা ইন্ডাস্ট্রিতে কোথায়? তাঁকে দেখা যায় না কেন?

কীসের ইন্ডাস্ট্রি? মনোপলিতে কোনও ইন্ডাস্ট্রি হয়?

মানে বাংলা ছবির ইন্ডাস্ট্রি নেই!

সারা দুনিয়াতেই বিনোদন আর সিনেমার জগত আছে। বাংলাতেও এক সময় ছিল যখন মুম্বইকে টেক্কা দিত বাংলা। আজ কি সেই ইন্ডাস্ট্রি আছে? মুম্বইকে যে টেক্কা দিতে পারে? ইন্ডাস্ট্রি এক জনের হয় না। ইন্ডাস্ট্রি প্লুরাল অর্থে ব্যবহৃত হয় বলে জানি। এক জনের হল, এক জনের টেকনিশিয়ান, এক জনই আর্টিস্ট! এক জনে দোকান হয়, ইন্ডাস্ট্রি নয়।

সেই কারণে আপনি পার্টিতে যান না?

আগে তো কাজ করি। তারপর পার্টি যাওয়ার কথা ভাবব।

কী কাজ করছেন?

আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ছবির ভাবনা, অভিনয় পুরোটাই নিয়ে গিয়েছি। সবাইকেই কিন্তু এই প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের প্ল্যাটফর্মের নাম 'বক্স অফিস HD'।

আরও পড়ুন, এই প্রথম এক মঞ্চে শ্রাবণী ও ইমন

এই কারণেই আপনি ধারাবাহিক, সিনেমা থেকে সরে এলেন?

দেখুন সরে আসার কিছু নেই। আমি কোনও দিন ধারাবাহিক করতে চাইনি। আর ছবি তো করছি। এই তো কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'গুডনাইট সিটি' আসছে। আমাদের 'বক্স অফিস HD'-র 'গোধূলিবেলা' ফেস্টিভ্যালে সার্কিটে ঘুরছে।কিছুদিন আগেই 'হিটলার আপসাইড ডাউন' এর শুট সেরে ফিরলাম।

বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে তাহলে ক্ষোভ নেই?

আমি নিজের চ্যানেলের কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ত। ক্ষোভের সময় পাইনি।

বয়ফ্রেন্ড ইলমাজের সঙ্গে মিশকা।


শেষ কবে বাংলা ছবি দেখেছেন?

ছবি নিয়ে কাজ করতে হলে সব ছবি দেখতে হয়। বাছ বিচারের জায়গা থাকে না। কয়েকটা ছবি মনে রাখার মতো। 'সহজ পাঠের গপ্পো', 'ভাললাগার শহর', 'বিসর্জন'।

প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে ইচ্ছে করে?

এই মানুষটাকে অসম্ভব শ্রদ্ধা করি আমি। কী যেন এক অদ্ভুত জীবনীশক্তি আছে যা সর্বদাই ভাল কাজ করার অনুপ্রেরণা দিয়ে যাবে।

লোকে বলেছিল মিশকা ভাল অভিনেত্রী। তাহলে কি কাস্টিং কাউচের খেলায় হেরে গেলেন?

কাস্টিং কাউচের খেলায় আমি কবে ছিলাম? যে হার জিতের প্রশ্ন উঠছে? আসল কথা হল দর্শক। আমার আর ইলমাজের কাজ দর্শকেরভাল লাগে বলেই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে নয় নয় করে পাঁচ লাখ দর্শক। এটাই পাওয়া। 'দাদাদিদিহীন' আমরা! ঠেলে ওপরে তোলার লোক নেই। কিন্তু কাজ করার ইচ্ছে আর ক্ষমতা আছে। আর ভালবাসার দর্শক আছে!

আরও পড়ুন, কলকাতা ছাড়লেন রাজ-শুভশ্রী, তবে কি হনিমুন?

নাট্যমঞ্চেও কি কম দেখা যাচ্ছে?

প্রতি মাসে দু’বার 'যুগনায়ক' এর শো হয়। দেখতে এলেই দেখা যাবে।এছাড়াও 'ইলমিশকা দুনিয়া' আমাদের প্রোডাকশন একটা নতুন নাটক প্রযোজনা করবে। তার কাজও চলছে। নিজের মতো করে কাজ করে চলেছি আর তাতেই আমার, আমাদের আনন্দ!

ইলমাজের সঙ্গে বিয়েটা কবে?

দেখি করে নেব একদিন। আপাতত স্ক্রিপ্ট, নানা রকম ভাবনা, প্রোডাকশন আর ডিজিটাল প্ল্যাটফর্মের ধুলোবালি জীবন...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mishka Halim Tollywood TV Celebrity Interview
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE