আনলক-১ এ ছন্দে ফেরার চেষ্টায় ১ জুন থেকেই শুটিং শুরুর নির্দেশ ছিল টলিপাড়ার। কিন্তু আজ ২ জুন দেখা গেল স্টুডিয়োপাড়া আজও সুনসান!মেক আপ রুমে আজও তালা। অভিনেতা বা টেকনিশিয়ানদেরও দেখা নেই।
আড়াই মাস পরে খুলে দেওয়া হয়েছে স্টুডিয়ো পাড়ার গেট। কিন্তু শুটিং শুরুর কোনও চিহ্ন দেখা যাচ্ছে না কোথাও। আর্টিস্ট ফোরামের সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায় বললেন, “আজ আমাদের প্রতিটি ফোরামের প্রতিনিধিরা মিটিং করবেন। সেই মিটিং-এর সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর ৪ জুন বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে তা পেশ করা হবে।”
এই পদ্ধতিতেই এগোচ্ছিল টলিপাড়া। কিন্তু তার আগেই রাতারাতি শুটিং শুরুর নির্দেশ আসায় কিছুটা আতান্তরে টলিপাড়া। এত কম সময়ের ব্যবধানে কী ভাবে শুটিং শুরু হবে, কী ভাবেই বা সুরক্ষাবিধি মানা হবে, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। শুটিং শুরু করলেই সব কিছু চালু করা যায় না। গত আড়াই মাস যাবত টলিপাড়ার বিভিন্ন স্টুডিয়ো বন্ধ থাকায় সেখানে নোংরা জমেছে। আমপানের ফলে ক্ষয়ক্ষতিও হয়েছে কম-বেশি। তাই একদিনে সব পরিষ্কার করে ১ জুন থেকে শুটিং শুরু করা যে কার্যত অসম্ভব সে ব্যাপারে সহমত আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড, ফেডারেশন-সহ বাদবাকি সংগঠনগুলি।