ছবিতে দু’জন রয়েছেন। বাবা শাহিদ কপূর। সঙ্গে মেয়ে এক বছরের মিশা। স্ত্রী মীরা রাজপুত তাঁর ইনস্টাগ্রাম পেজে এই ছবিটা শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘‘হ্যাপিনেস...’’। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে।
আরও পড়ুন, সাগরিকা-জাহিরের ডান্সিং পার্টি, দেখুন অন্দরের ছবি
আরও পড়ুন, দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন রানি?
জন্মের পর থেকে মাঝে মাঝেই শাহিদ ও মীরা মিশার ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন। কয়েকদিন আগে তাঁদের মেয়েকে নিয়ে প্রথম বিদেশ ভ্রমণের ছবিও ভাইরাল হয়েছিল ওয়েব দুনিয়ায়।