Advertisement
E-Paper

কানভাসি

কখনও ঝড় তুললেন ফ্যাশনে। আবার কখনও তাঁরাই ঝড়ে উড়ে গেলেন কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে। লিখছেন নাসরিন খান।কখনও ঝড় তুললেন ফ্যাশনে। আবার কখনও তাঁরাই ঝড়ে উড়ে গেলেন কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে। লিখছেন নাসরিন খান।

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০১:০৯

হিট

পোশাক যা ছিল: মার্সালা রঙের অস্কার
ডে লা রেন্টা গাউন।

প্রতিক্রিয়া: খুব চটকদার লাগছিল ঐশ্বর্যাকে। লাইল্যাক রঙের পোশাকটাও খুব পছন্দ হয়েছিল সকলের। কিন্তু এই পোশাকটা নিয়েই চর্চা বেশি।

বিশেষজ্ঞ ভাষ্য: ‘‘ঐশ্বর্যা এমনিতেই প্রচণ্ড সুন্দরী। তাই ওর বেশি সাজের দরকার পড়ে না। থার্টিজ লুক—ঘন লাল রঙের পোশাক আর ঠোঁটে লাল লিপস্টিক— দুটো মিলিয়ে দুর্দান্ত দেখাচ্ছিল ওকে।’’

— নচিকেত বারভে।

মিস

পোশাক যা ছিল: সবজে নীল নেটের এলি সাব গাউন।

প্রতিক্রিয়া: ঐশ্বর্যা-র চেহারায় মানয়নি এই রংটা। পোশাকের নীচের দিকে যে স্বচ্ছ প্যাচ ব্যবহার করা হয়েছে, সেটাও খারাপ দেখাচ্ছিল।

বিশেষজ্ঞ ভাষ্য: ‘‘জানি না, কেন এ বার সবাই এলি সাব-য়ের গাউনগুলো ভুল ভাবে পরেছে।’’

— জে জে ভালায়া

হিট

পোশাক যা ছিল: কালো সাদার কম্বোতে মিলি ক্রপ টপ আর মিনি স্কার্ট।

প্রতিক্রিয়া: ক্যাটরিনার মোনোক্রোম লুকটাই ছিল ফার্স্ট লুক। এই লুকে ওকে সবারই ভাল লেগেছে।

বিশেষজ্ঞ ভাষ্য: ‘‘ক্যাটরিনার তো ক্ল্যাসিকাল লুক আছে। কালো সাদা
পোশাক ওর লাল চুলের সঙ্গে
ভাল মানিয়েছে। একই সঙ্গে স্মার্ট আর স্টাইলিশ লাগছিল ওকে।’’
— জে জে ভালায়া।

মিস

পোশাক যা ছিল: লাল রঙের এলি সাব গাউন

প্রতিক্রিয়া: মাথা থেকে পা পর্য়ন্ত লাল রঙের ড্রেসে ক্যাটরিনা কাইফকে ফ্যাকাশে দেখাচ্ছিল। ‘ফিতুর’ ছবির জন্য চুলে লাল রং নিয়ে রেড কার্পেটে হাঁটাটা সকলে নিতে পারেনি।

বিশেষজ্ঞ ভাষ্য: ‘‘লাল চুল, লাল জামা, লাল বেল্ট—বড় বেশি লাল রঙের
ব্যবহার ছিল ওর সাজপোশাকে।
অত লাল ব্যবহার না করলেই ভাল হত,’’
— নচিকেত বারভে

হিট

পোশাক যা ছিল: আবু জানি-সন্দীপ খোসলার শিফনের লেয়ার্ড ফ্রিল শাড়ি। সঙ্গে অ্যাপ্লিক করা নেটের ব্লাউজ।

প্রতিক্রিয়া: সাহসী আর চোখ ধাঁধিয়ে দেওয়া শাড়িতে সোনম ফ্যাশনিস্তা ট্যাগটা বজায় রেখেছেন।

বিশেষজ্ঞ ভাষ্য: ‘‘সোনম কপূর ঝলমল করে উঠেছেন ফ্রিল শাড়িতে। বোল্ড লুকটাকে খুব ভাল ক্যারি করেছেন।’’
— নচিকেত বারভে

মিস

পোশাক যা ছিল: পালক আর পুঁতি দিয়ে তৈরি ক্রিম রঙের এলি সাব গাউন।

প্রতিক্রিয়া: কেউ কেউ তীব্র ব্যঙ্গে লিখেছেন কলকাতার লোকেরা সোনমকে ধন্যবাদ দেবে কবিরাজি কাটলেটকে বিশ্বখ্যাত
করার জন্য।

বিশেষজ্ঞ ভাষ্য: ‘‘কান-এ ও যে
সব ড্রেস পরেছে তাতে ওকে
বেশ সুন্দরই দেখিয়েছে। তবে
এই গাউনটা মোটেই মানায়নি।’’
— জে জে ভালায়া

Cannes Film Festival 2015 indian celebs aishwarya cannes sonam kapoor cannes katrina kaif cannes ananda plus latest ananda plus picture gallery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy