বেশ কিছু দিন ধরেই মুম্বইয়ে রয়েছেন টলিতারকা অঙ্কুশ। আনন্দ প্লাস-এই প্রকাশিত হয়েছিল, গ্রুমিংয়ের জন্য অঙ্কুশের মুম্বইয়ে থাকার খবর। নতুন বছরকে অভিনেতা অভ্যর্থনা জানাবেন সেখানেই। তবে কি বর্ষবরণ একাই করবেন তিনি? প্রশ্ন শুনেই অঙ্কুশ জানালেন, ‘‘একা কেন? অনেক বন্ধুবান্ধব রয়েছে। ঐন্দ্রিলা তো রয়েছেই। একসঙ্গেই নিউ ইয়ার সেলিব্রেট করব।’’ প্রসঙ্গত, বড়দিনে কাছের মানুষদের সময় দিতে পারেননি অঙ্কুশ। সে সময় বিষ্ণুপুরে গিয়েছিলেন শোয়ের জন্য। ওখানেই সারাটা দিন কাটলেও আফসোস নেই অভিনেতার। ‘‘পরিবারের সঙ্গে তো সময় কাটেই। এই দিনটা ভক্তদের সঙ্গে উদ্যাপন করে ভালই লাগল। তবে নিউ ইয়ারে কোনও কাজ রাখিনি। এখনও পুরো প্ল্যানিং হয়নি। তবে হয়তো বন্ধুদের সঙ্গে কোনও ডিস্কে কাটাব দিনটা।’’ বোঝাই যাচ্ছে, নতুন বছর উদ্যাপনে কাছের মানুষদের উষ্ণতাও সঙ্গী অঙ্কুশের।