পার্বণী মেজাজে মাতোয়ারা বলিউড। দীপাবলিতে আনন্দে মেতেছেন আমির-কন্যা ইরা খান। কাছের মানুষদের সঙ্গে মনের মতো করে উদ্যাপন। আলোর উৎসবে তারকা-তনয়ার সঙ্গী প্রেমিক নূপুর শিখর। ছিলেন নূপুরের মা প্রীতম শিখড়েও।
সাবেক সাজে দেখা গেল ইরাকে। নরম গোলাপি রঙা শাড়ি এবং হাতাকাটা লাল রঙের ব্লাউজে অনন্যা। খোলা চুল। মুখে হালকা হাসি। হালকা হলুদ পাঞ্জাবি এবং কমলা রঙের ধুতিতে টক্কর নূপুরেরও। প্রেমিক এবং তাঁর মাকে নিয়ে লেন্সবন্দি হলেন ইরা। তারকা-কন্যের উদ্যাপনের ছবিতে আপ্লুত তাঁর অনুরাগীরাও।