২০২০ সালে মৃত্যু হয় ইরফান খানের। অভিনয়দুনিয়া এক নক্ষত্র হারায়। তাঁর প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা বলা হয় ইরফানকে। তাঁর অভিনীত প্রতিটি চরিত্র দর্শকের মনে গেঁথে আছে আজও। তাঁকে শেষ দেখা গিয়েছিল হোমি আদাজানিয়ার ‘অংরেজ়ি মি়ডিয়াম’ ছবিতে। সেই ছবির শুটিংয়ের সময় নাকি ভীষণ অসুস্থ ছিলেন অভিনেতা।
ইরফানের মৃত্যুর কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল ‘অংরেজ়ি মিডিয়াম’ ছবিটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পোশাকশিল্পী স্মৃতি চৌহান বলেন, সেই সময়ে অভিনেতা প্রচণ্ড শারীরিক যন্ত্রণা নিয়ে শুটিং সারতেন। ধীরে ধীরে নাকি তিনি ‘শুকিয়ে’ যাচ্ছিলেন। এক এক দিন এমন অসুস্থ হতেন যে, শুটিং বাতিল করতে হত। স্মৃতি বলেন, “‘অংরেজ়ি মিডিয়াম’ যখন শুট করছি, তখন ইরফান খুব যন্ত্রণায়। আমাকে শুধু বলেছিলেন, ‘স্মৃতি, আমার খুব শীত করে’। লন্ডনের একটা নির্দিষ্ট সংস্থার নাম বলে সেখানকার শীতবস্ত্র এনে দিতে বলেন। আমি এনে দিই।”
আরও পড়ুন:
শুটিং চলাকালীনই ধীরে ধীরে দৃশ্যত দুর্বল হতে শুরু করেন অভিনেতা। স্মৃতি বলেন, “শুটিং চলাকালীনই ওঁর শরীর শুকিয়ে যাচ্ছিল। পোশাকে প্রচুর বাড়তি কাপড় দিতে হত তখন। শীতবস্ত্র পরানোর পরেও বাড়তি কাপড় দিতে হত।” সেই শুটিংয়ে বেশির ভাগ সময়েই ইরফানের সঙ্গে থাকতেন তাঁর পরিবারের লোকজন। অনেক সময়েই নাকি চেষ্টা করেও সেটে পৌঁছোতে পারতেন না তখন ইরফান। কারণ, অসুস্থতা সারা শরীর কবজা করছে তখন তাঁর। শরীরে যন্ত্রণা বাড়ত, তখন খানিক বিরতি নিতে বাধ্য হতেন। ২০১৮ সালে অভিনেতার ক্যানসার ধরা পড়ে। ২০২০ সালের এপ্রিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।