এ বছরের পুজো সীমা বিশ্বাসেরও। ‘ব্যান্ডিট কুইন’আবার বাংলা ছবিতে । রাজদীপ পাল-শর্মিষ্ঠা মাইতির ‘মন পতঙ্গ’ ছবির পর একদম ভিন্ন বেশে, ভিন্ন ভাবে। পরনে জাম রঙের ঢাকাই শাড়ি, ঘোমটায় মাথা ঢাকা। এ ভাবেই ‘রক্তবীজ ২’তে দেখা দেবেন তিনি।
তিন বছর আগে পুজোর ছবির তালিকায় নতুন সংযোজন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ওই বছর প্রথম অ্যাকশন-থ্রিলার ‘রক্তবীজ’ উপহার দিয়েছিলেন তাঁরা। এ বছর তার সিক্যুয়েল আসছে। বুধবার প্রকাশ্যে আসা টিজ়ার বলছে, ছবিতে সীমা যেন অতিপরিচিত এক চরিত্রকে জীবন্ত করতে চলেছেন।
নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে সীমাকে দর্শক কী ভাবে দেখবেন? আনন্দবাজার ডট কম জানতে চেয়েছিল ‘রক্তবীজ ২’-এর কাহিনি-চিত্রনাট্যকার জ়িনিয়া সেনের কাছে। তিনিও পুরোটা ভাঙেননি। জানিয়েছেন, এক রাজনৈতিক ব্যক্তিত্বের আদলে তাঁকে দেখানো হবে। তার পরেই ভাগ করে নিলেন শুটিংয়ের গল্প। “ওঁর শাড়ির সম্ভার দেখার মতো। কথায় কথায় দিদি জানিয়েছেন, ২০ টাকা দিয়ে প্রথম শাড়ি কিনেছিলেন। সেই শাড়ি আজও একই ভাবে আছে। দিদি পরেনও সেই শাড়ি”, বললেন জ়িনিয়া।
শুটিংয়ের গল্প বলতে গিয়ে জ়িনিয়া আরও যোগ করেছেন, “শুটিংয়ের সময় দিদির ঠোঁটের কোণে বড় ফোঁড়া। ভাল ব্যথা, বেশ কষ্ট পাচ্ছেন। সেটের ভাত-ডাল ছাড়া আর কিচ্ছু খেতে পারতেন না। অথচ কোনও অনুযোগ নেই! ও ভাবেই কাজ করে গিয়েছেন।” কাহিনি-চিত্রনাট্যকারের কথায়, “সীমাদি বহু বছর আগে নন্দিতাদি-শিবুর সঙ্গে কাজ করেছিলেন। মাঝে দীর্ঘ অদর্শন। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। তাই ওঁদের তরফ থেকে ডাক পেয়ে ভীষণ খুশি।”
আরও পড়ুন:
ওঁর মুখে বাংলা উচ্চারণ শুনে অবাক কাহিনি-চিত্রনাট্যকার। “অনেক বাঙালির থেকে ভাল বাংলা বলেন দিদি। ছবিতে ওঁকে বাঙাল ভাষা বলতে শোনা যাবে। ওঁর উচ্চারণে কোনও খুঁত নেই।” বর্ষীয়ান অভিনেত্রীর অধিকাংশ দৃশ্য আর এক বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুটিংয়ের সময় এক রকম। ওঁর অংশের শুটিং শেষ হলেই ভিন্ন মেজাজে তিনি। সাধারণ সালোয়ার-কামিজ, পায়ে চপ্পল— সীমাকে দেখে নাকি বোঝাই যেত না তিনি এত বড় মাপের এক অভিনেত্রী।