Advertisement
E-Paper

বাচ্চা হতে গিয়ে মা যদি মারা যায়, তাই আগে মেয়েদের সাধ খাওয়ানো হত: অহনা

মা হতে চলেছেন অভিনেত্রী অহনা দত্ত। অগস্টেই আসবে নতুন সদস্য। মাছ, মিষ্টি, নিরামিষ সব খেতেই তাঁর ভাল লাগছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৪:৪৬
Is Actress Ahona Dutta upset as she will not have grand Babyshower ceremony

অভিনেত্রী অহনা দত্ত। —নিজস্ব চিত্র।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। মা হতে চলেছেন অভিনেত্রী অহনা দত্ত। ২১ বছর বয়সে মা হওয়ার সিদ্ধান্ত। প্রথমে কিছুটা ভয়ই পেয়েছিলেন অভিনেত্রী। আনন্দবাজার ডট কমকে এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। পাশে স্বামী ছাড়া আর কেউ নেই। কিছু দিন আগেই শাশুড়িমা গত হয়েছেন। অন্য দিকে অহনা এবং তাঁর মায়ের মধ্যেও যে সুসম্পর্ক নেই সে কথা সকলেরই জানা। যদিও এখন যে সেই বিষয় নিয়ে খুব একটা ভাবছেন তেমনটা একেবারেই নয়। সে কথা সাফ জানিয়েছেন অহনা। এই অন্ত্বঃসত্ত্বা অবস্থায় সবাই পাশে চায় নিজের মা-স্থানীয় কাউকে। এমনকি মা, শাশুড়িরাই মেয়ে বা বৌমার সাধের অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু অহনার বেলায় তো সেটা হওয়া সম্ভব নয়। তার জন্য কি মনখারাপ অভিনেত্রীর? সাধ কী করে হবে? এই প্রশ্ন কি ভাবাচ্ছে তাঁকে?

আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “আমি আর দীপঙ্কর দু’জনের কেউই সাধ বিষয়টা মানি না। আর তা ছাড়া আগে যে ভাবনা থেকে মেয়েদের সাধ খাওয়ানো হত সেটা এখন আর চলে না। তখন ভাবা হত যদি বাচ্চা হতে গিয়ে কেউ মারা যায় তার আগে তাঁদের সাধের খাওয়া যেন খাইয়ে দেওয়া হয়।” তবে একেবারে যে কিছু অনুষ্ঠান হবে না তেমনটা একেবারেই নয়। ছোট করে অল্প কিছু জনকে নিয়ে সাধের অনুষ্ঠানের আয়োজন করবেন অহনার স্বামী দীপঙ্কর রায়। অহনা মাছের ভক্ত। তবে নিরামিষ খাবার খেতেও খুব ভালবাসেন তিনি। এই সময়টা চুটিয়ে মিষ্টি খাচ্ছেন অহনা। রসগোল্লা তাঁর প্রিয়। আর ভেটকি মাছের পাতুরি পেলে তো কোনও কথাই নেই। সাধের অনুষ্ঠানের মেনুতে এই সব খাবার থাকবে কি না তা অবশ্য এখনই বলা যাচ্ছে না। এই মুহূর্তে মাতৃত্বকালীন ছুটিতে আছেন অভিনেত্রী। অতীতের কোনও ঝামেলা নিয়ে ভাবতে চান না অহনা।

Ahona Dutta Bengali TV Actress Pregnant Celeb baby shower
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy