Advertisement
E-Paper

আবার শুরু ঠান্ডা লড়াই! অপু বিশ্বাস বনাম শবনম বুবলি, শাকিবকে নিয়ে টানাটানি শুরু দুই প্রাক্তনের?

অপু বিশ্বাস, শাকিব খান এবং শবনম বুবলি— এই ত্রিকোণ সম্পর্কের বিতর্ক থেমেও যেন থামে না। দুই প্রাক্তন স্ত্রীয়ের নতুন পোস্ট ঘিরে শুরু আলোচনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১২:৫৯
Is Apu Biswas and Shobnom Bubly trying to prove point who is more close to Shakib Khan

(বাঁ দিক থেকে) অপু বিশ্বাস, শাকিব খান এবং শবনম বুবলি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মাত্র ১ মিনিট ৪১ সেকেন্ডের প্রচার ঝলক। আর তাতেই মারাত্মক প্রতিক্রিয়া। ২০২৪ সালে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ছবি ‘তুফান’। সেই ছবিকে কেন্দ্র করেও আলোচনা হয়েছিল বিপুল। এ বার বক্স অফিসে নায়কের ‘তাণ্ডব’-এর পালা। প্রকাশ্যে এসেছে ছবির প্রচার ঝলক। নায়ককে ঘিরে তাঁর অনুরাগীদের বিস্তর উন্মাদনা। যখন তাঁকে ঘিরে চারিদিকে এমন উত্তেজনা। তখন নায়ক কী করছেন? ছবির প্রচার, শুটিংয়ের ব্যস্ততার মাঝে ছেলের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত অভিনেতা।

সেই মুহূর্তই ফ্রেমবন্দি করলেন শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। যদিও তাঁদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু সন্তানের জন্য সব সময় হাজির নায়ক। বাবা-ছেলের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ও পার বাংলার নায়িকা। যেখানে দেখা যাচ্ছে বাবার পাশে দেখা যাচ্ছে বাবার পাশে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আব্রাম খান জয়।

Is Apu Biswas and Shobnom Bubly trying to prove point who is more close to Shakib Khan

ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিব খান। ছবি: সংগৃহীত।

গায়ে চাদর ঢাকা দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে বাবা-ছেলে। আর সুযোগ বুঝে ছবি তুলেছেন অপু। ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লেখেন, “বাবা এমন একটি শব্দ যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা ছেলের প্রতি দিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।”

Is Apu Biswas and Shobnom Bubly trying to prove point who is more close to Shakib Khan

শুটিংয়ের ব্যস্ততার মাঝে ছেলের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত অভিনেতা। ছবি: সংগৃহীত।

কিন্তু ঘটনা হল, এই ছবি প্রকাশ্যে আসার পর ঠিক আগেই একটি ফ্রেম ফেসবুকে পোস্ট করেন শাকিবের আর এক প্রাক্তন। নায়কের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি। এমনিতেই সবারই জানা অপু এবং বুবলির মধ্যে ঠান্ডা লড়াইয়ের কথা। বুবলি তাঁর ছেলে শাহজাদ খান বীরের সঙ্গে নিয়ে শাকিবের ছবি পোস্ট করতে না করতেই অপুও ছেলেকে নিয়ে ছবি পোস্ট করেছেন। দুই প্রাক্তনের ফেসবুক ওয়ালে একই ধরনের ছবি দেখে দর্শকের একাংশের আশঙ্কিত, এই ছবি কি নতুন কোনও লড়াইয়ের ইঙ্গিত? নাকি নিছকই কাকতালীয়!

Shakib Khan Apu Biswas Shobnom Bubly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy