মেহেন্দি পার্টি শেষে গতকাল মুম্বইয়ের বসু বাংলোতে ঘুমোতে সকলেরই বেশ রাত হয়েছিল। কিন্তু আজ শনিবার ঘুম ভেঙেছে ভোররাতে। হবে নাই বা কেন? মেয়ের বিয়ে বলে কথা।
সকাল সকাল বাঙালি মতে দধিমঙ্গল হয়েছে বিপাশার। সব আচার-অনুষ্ঠান মেনেই বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা। কনের পোশাক বা মেকআপে থাকবে বাঙালি ট্র্যাডিশনের ছোঁয়া। কিন্তু বসু বাংলোর বাইরে রয়েছে চূড়ান্ত নিরাপত্তা। কারণ ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় ছাড়া বিয়েতে আলাদা করে ইন্ডাস্ট্রির কাউকে নিমন্ত্রণ করেননি বিপাশা। বিকেলে চার হাত এক হওয়ার পর মুম্বইয়ের হাই এন্ড হোটেলে পরিবারের সকলে থাকবেন গ্র্যান্ড রিসেপশনে।
আরও পড়ুন, লাল বেনারসীতে সাজবেন বিপাশা?
গতকাল গোলাপি লেহেঙ্গা আর ফুলের গয়নায় সেজে মেহেন্দি পার্টিতে গিয়েছিলেন বিপাশা। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বিয়ের আগে টেনশন হচ্ছে নাকি? চটজলদি বিপাশা উত্তর দেন, ‘‘কোনও টেনশন নেই। আমরা দারুণ খুশি।’’
মেহেন্দি পার্টিতে বিপাশা-কর্ণ। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।