বিশ্রাম নেই তাঁর। একটি ছবির শুটিং সেরেই পরের ছবির কাজ শুরু করে দিচ্ছেন। নিজের প্রযোজনা সংস্থা সামলানোর পাশাপাশি শুটিংয়ের খুঁটিনাটিও দেখেন তিনিই। ইদানীং তিনি ছবির সৃজনশীল পরিচালকও! সব মিলিয়ে এখন ভাল করে বিশ্রাম নেওয়ার সময় তাঁর নেই। অতিরিক্ত পরিশ্রমই কি কাল হয়ে দেবের?
বৃহস্পতিবার হাসিমুখে ভাইফোঁটা নিতে দেখা গিয়েছে তাঁকে। ফোঁটা দিয়েছেন তাঁর বোন। মেঝেয় মাদুর পেতে বসেন তিনি। আড়ম্বরহীন সেই উদ্যাপন। দূর থেকে তোলা সেই ছবিতে দেবের পা ঢাকা পড়ে গিয়েছে। কিন্তু, অভিনেত্রী-রাজনীতিবিদ শ্রেয়া পাণ্ডের ফোঁটা দেওয়ার ছবিতে দেখা গিয়েছে, দেবের পায়ে ক্যাপ। ভাইরাল সেই ছবি দেখে উদ্বিগ্ন নায়কের ভক্তরা।
আরও পড়ুন:
কী হয়েছে অভিনেতার? অনেকেরই ধারণা, পায়ের আঙুলে সম্ভবত চোট পেয়েছেন তিনি। তাই ক্যাপ পরতে হয়েছে তাঁকে। অন্দরমহলের খবর, দেবের পায়ের বুড়ো আঙুলের হাড় বেড়ে গিয়েছে। যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। তার জন্যই পায়ে ক্যাপ পরে রয়েছেন তিনি। এতে কিছুটা হলেও ব্যথা নিয়ন্ত্রণে থাকে। কাজের চাপে খুব কম বিশ্রাম পান দেব। টানা দাঁড়িয়ে থাকতে হয় সেটে। সঙ্গে শুটিংয়ের ব্যস্ততা। তার পরেই ছবির প্রচারের জন্য সারা বাংলা চষে ফেলছেন। আবার শুটিং করতে গিয়ে বিস্তর চোট-আঘাতও পেয়েছেন। যেমন, ‘গোলন্দাজ’ ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁর বুড়ো আঙুল ভেঙে গিয়েছিল। তাই নিয়েই শুটিং শেষ করেছেন দেব।
এই সব কিছুই কি তাঁর সুস্থ শরীরকে ব্যস্ত করে তোলার নেপথ্য কারণ?