Advertisement
E-Paper

নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই তৈরি ‘ধুরন্ধর’? ছবি ৪০০ কোটির দিকে এগোতেই তোপ পাকিস্তানের

পাকিস্তানের অন্তর্গত লিয়ারি অঞ্চলের ঘটনা উঠে এসেছে ছবিতে। ওই অংশের চিত্রনাট্য নাকি ভারতীয় প্রধানমন্ত্রীর অনুমোদনসাপেক্ষেই হয়েছে, এমনই দাবি পড়শি দেশের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:১২
পড়শি দেশের ঘুম কেড়েছে ‘ধুরন্ধর’?

পড়শি দেশের ঘুম কেড়েছে ‘ধুরন্ধর’? ছবি: সংগৃহীত।

বক্সঅফিসে ‘ধুরন্ধর’-এর লক্ষ্মীলাভ অব্যাহত। দ্বিতীয় সপ্তাহে আদিত্য ধরের ছবি ৪০০ কোটির ক্লাবে পা রাখতে চলেছে, অনুমান সিনেবিশ্লেষকদের। এ রকম পরিস্থিতিতে ফের তোপ পড়শি দেশের। পাকিস্তানের এক সংবাদমাধ্যমে প্রকাশ, ভারতীয় প্রধানমন্ত্রীর অনুমতিতেই নাকি এই ধরনের ছবি বানানো হয়েছে!

পড়শি দেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, পাকিস্তানের অন্তর্গত লিয়ারি অঞ্চলের ঘটনা উঠে এসেছে ছবিতে। ওই অংশের চিত্রনাট্য নাকি ভারতীয় প্রধানমন্ত্রীর অনুমোদনসাপেক্ষেই হয়েছে। খবর, তোপ দাগা হয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের উদ্দেশেও। পড়শি দেশে এমন দাবিও নাকি উঠেছে, শরিফ অর্থ-সহায়তা করছেন না বলেই নাকি পাকিস্তানও মোদীর ‘প্রচারমূলক ছবি’র বিরোধিতা করে ছবি বানাতে পারছে না।

এ দিকে, পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরে নাকি মিশ্র প্রতিক্রিয়া সে দেশে। সমাজমাধ্যমে বেশ কিছু নেটাগরিক যেমন লিখেছেন, “আদিত্য ধরের একটি ছবি পাকিস্তান সরকারকে চাপের মুখে ফেলে দিয়েছে।” প্রসঙ্গত, রণবীর সিংহ, অক্ষয় খন্না, অর্জুন রামপাল–সহ তারকা সম্বলিত ছবিটি ইতিমধ্যেই বিশ্ব জুড়ে ৩১৩ কোটি টাকার বাণিজ্য করেছে। ছবিটির সিক্যুয়েলও তৈরির পথে, জানিয়েছেন খোদ পরিচালক।

Ranveer Singh Akshaye Khanna Sanjay Dutt Arjun Rampal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy