সম্প্রতি রণবীর সিংহের ফোটোশ্যুট নিয়ে প্রশংসা ও সমালোচনায় ব্যস্ত নেটাগরিকরা। উপর থেকে নীচ, নীল রঙে মোড়া রণবীর। গলায় ঝুলছে ভারী সোনার হার। লম্বা চুল কানের দু’পাশ দিয়ে নেমে এসেছে বুক পর্যন্ত। চোখে কালো চশমা। মিম শিল্প ফের ফুলে ফেঁপে উঠেছে রণবীরের সৌজন্যে। দেশের নামী বিপণন সংস্থার হয়ে এই ফোটোশ্যুট করেছেন তিনি।
এমনই সময়ে তাঁর জীবনের একটি পুরনো তথ্য ফের উঠে এল সামনে। ২০১৯ সালে এক জাতীয় সংবাদসংস্থার মাধ্যমে জানা গিয়েছিল, ২০১৪ সাল থেকে তিনি যে কন্ডোম সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তা ছেড়ে দেওয়া পিছনে তাঁর স্ত্রী ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের যোগ রয়েছে।