Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ জানুয়ারি ২০২২ ই-পেপার

কার সঙ্গে প্যারিসে ছুটি কাটালেন দীপিকা?

সংবাদ সংস্থা
০৪ জুন ২০১৬ ১০:৩৭

২৪ ঘণ্টাও পেরোয়নি হলিউডের কাজ শেষ করে তিনি দেশের মাটিতে পা দিয়েছেন। আর এরই মধ্যে বলি-পাড়ায় জোর গুঞ্জন এক্সএক্সএক্স-এর শুটিং শেষ করে কি ভালবাসার শহর প্যারিসে ছুটি কাটাতে গিয়েছিলেন দীপিকা? বিভিন্ন সূত্রের খবর, শুটিং শেষ করে কিছুদিন ব্রেক নিতে সত্যিই নাকি প্যারিস পাড়ি দিয়েছিলেন নায়িকা। তারপর সেখান থেকে ‘রবতা’-র শুটিংয়ের জন্য যান বুদাপেস্ট। কিন্তু প্যারিসে তাঁকে সঙ্গ দিতে নাকি ছিলেন বয়ফ্রেন্ড রণবীর সিংহ। তবে সন্দেহ দানা বাঁধলেও কোনও প্রমাণ ছিল না সংবাদ মাধ্যমের হাতে। হঠাৎই দীপিকার ব্যাগ দেখে টনক নড়েছে সকলের।

Advertisementকী ভাবে? শুক্রবার বিমানবন্দর থেকে বেরনোর সময় কারও কারও নজর যায় নায়িকার কাঁধের সাদা রঙের ব্যাগটির ওপর। ব্যাগটি প্যারিসের একটি নামকরা ব্র্যান্ডেড দোকানের চ্যানেল ব্যাগ। যেটি দেখেই ফ্যানরা বলছেন, তাঁর মানে প্যারিসে শুধু গিয়েছিলেন তাই নয়, শপিংও করেছেন নায়িকা। কিছু অতুৎসাহী মানুষ ছবিও তুলে ফেলেন ব্যাগের। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। তবে এ নিয়ে মুখ খোলেননি এই দুই লভ-বার্ডস।

আরও পড়ুন: মিয়া মিস করছেন! কিন্তু কী?

আরও পড়ুন

Advertisement