আবারও এক বড় সিদ্ধান্ত নিলেন প্রিয়া সচদেব! মুছে দিলেন তাঁর ইনস্টাগ্রামের প্রোফাইল। মঙ্গলবার রাত থেকে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল মুছে ফেলা নিয়ে জোর শোরগোল চারিদিকে। অনেকেই মন্তব্য করেছেন এই ঘটনার পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে প্রিয়ার। কিন্তু এই সবই যে ভুল তথ্য। সমাজমাধ্যমের পাতায় ঢুঁ দিলে দেখা যাবে এখনও রয়েছে তাঁর সেই ভেরিফায়েড প্রোফাইল। তা কয়েক ঘণ্টার মধ্যেই প্রমাণিত হয়েছে। সেখানে তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।
এক মাস পার। গত ১২ জুন পোলো খেলতে গিয়ে মৃত্যু হয় শিল্পপতি সঞ্জয় কপূরের। সঞ্জয়ের মা রানি কপূর দাবি করেন, তাঁর পুত্রের মৃত্যু স্বাভাবিক নয়। সঞ্জয়ের আকস্মিক মৃত্যুর পর তাঁর কোটি কোটি টাকার উত্তরাধিকার নিয়েও চলছে বিস্তর জলঘোলা। এরই মাঝে শোনা গিয়েছিল প্রাক্তন স্বামী সঞ্জয়ের ৩০,০০০ কোটির সম্পত্তির অংশীদারি দাবি করেছেন করিশ্মা কপূর। তা হলে সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব সঞ্জয়ের সম্পত্তির কত অংশের ভাগীদার হবেন? ৩০,০০০ কোটির সম্পত্তি।
রানি, করিশ্মা এবং প্রিয়া— তিন নারীর মধ্যে কে হবেন উত্তরাধিকারী? সিদ্ধান্ত নিয়ে চাপা অশান্তি এখন দিল্লির কপূরদের বা়ড়িতে। এ সবের মাঝে স্বামীর সংস্থা সোনা কমস্টারের নন-এগ্জ়িকিউটিভ ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রিয়াকে। আর এই পদ পাওয়ার পরেই রাতারাতি নিজের পদবি পরিবর্তন করেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী। প্রিয়া সচদেব থেকে তিনি এখন ‘প্রিয়া সঞ্জয় কপূর’। এই ঘটনাও নেটপ্রভাবীদের চোখ এড়ায়নি। তা নিয়ে হয়েছে আরও জলঘোলা।