Advertisement
E-Paper

ইট’স অফিশিয়াল!

শীতের প্রাক্কালে টলিউডে বসন্তের ছোঁয়া। শিগগিরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন গৌরব-ঋদ্ধিমা। পাওলিও বিয়ে করছেন কয়েক দিন পরেই। সম্পর্কের সেই বাঁধনে আটকে পড়লেন টলিউডের আরও দুই জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস-অনিন্দিতা বসু।

স্বর্ণাভ দেব

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ০৮:১০
অনিন্দিতা-সৌরভ

অনিন্দিতা-সৌরভ

শীতের প্রাক্কালে টলিউডে বসন্তের ছোঁয়া। শিগগিরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন গৌরব-ঋদ্ধিমা। পাওলিও বিয়ে করছেন কয়েক দিন পরেই। সম্পর্কের সেই বাঁধনে আটকে পড়লেন টলিউডের আরও দুই জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস-অনিন্দিতা বসু। আর সেই খবর এই প্রথম বার স্বীকার করলেন আনন্দ প্লাসের কাছে।

শুধু প্রেম নয়, কসবার এক ফ্ল্যাটে জুলাই মাস থেকে একসঙ্গে থাকছেনও তাঁরা। ‘বউ কথা কও’ ধারাবাহিক দেখে অনিন্দিতার প্রতি ক্রাশ তৈরি হয়েছিল সৌরভের। যদিও জানতেন না, একদিন পছন্দের মানুষকেই সঙ্গী হিসেবে পেতে চলেছেন। ‘‘আমরা প্রথম ‘গুটি মল্লার’-এ একসঙ্গে কাজ করি। তবে সম্পর্ক দানা বাঁধে ‘গুটি মল্লারের অতিথি’র শ্যুটিংয়ে।’’ আর অনিন্দিতা জানালেন, ‘‘সৌরভের কাজ খুব ভাল লেগেছিল ‘আই লাফ ইউ’-তে। এ বছরের শুরুতে আমার দ্বিতীয় বিয়েটা ভাঙার কিছু দিন পরে হঠাৎই সৌরভের সঙ্গে সম্পর্কটা গড়ে ওঠে।’’ চলতি বছরের জুলাই থেকে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অনিন্দিতা জানান, ‘‘আমরা দু’জনেই ব্যস্ত। ফ্রি টাইমে নানা জায়গায় দেখা করতাম। কিন্তু ভাবলাম, এ ভাবে আর কত দিন? তার পরেই এই সিদ্ধান্ত।’’ প্রসঙ্গত, এর আগে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও চিত্রনাট্যকার-পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল অনিন্দিতার। কিন্তু দু’বারই বিচ্ছেদ-যন্ত্রণার শরিক হয়েছেন তিনি। একটা সময়ে ডিপ্রেশনেও চলে গিয়েছিলেন। তবে এ নিয়ে আফসোস নেই তাঁর। অনিন্দিতার বক্তব্য, ‘‘ভুল থেকেই তো শিখি। প্রেমেও ভাঙন হয়। কিন্তু বিয়ে ভাঙলে মেয়ের চরিত্র নিয়েই প্রশ্ন ওঠে।’’ পাশ থেকে সৌরভ জানালেন, ‘‘এই নিয়ে ইন্ডাস্ট্রির কেউ কেউ গসিপ করে। তবে আমি পরোয়াও করি না।’’ নয়া সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে তাঁদের বন্ধুরাও খুশি। সৌরভ বলেন, ‘‘একদিন নিকি (গৌরব চক্রবর্তী) বলল, ‘তোর মুখে প্রায়ই অনিন্দিতার নাম শুনছি, ব্যাপারটা কী?’ পরে বন্ধুরা সবটা জানতে পেরে খুশি হয়েছিল। তবে আমরা একসঙ্গে রয়েছি এটা কেউ জানত না। কখনও অনিন্দিতার বাড়ি আড্ডা দেওয়ার পরে সকলের সঙ্গে আমিও বেরিয়ে পাশের গলিতে লুকিয়ে থাকতাম। তবে ওদের চোখে ধুলো দেওয়া কি সহজ ব্যাপার!’’ তা, আপনাদের ঘনিষ্ঠ বন্ধুদের গ্রুপে তো অনিন্দিতার প্রথম স্বামী গৌরবও রয়েছেন। কখনও অস্বস্তি তৈরি হয়নি? ‘‘একেবারেই না। গৌরব অনেক বার আমাদের ঝগড়াও মিটিয়েছে,’’ জানালেন সৌরভ। অনিন্দিতা বলেন, ‘‘নিকি-ঋদ্ধিমার ব্যাচেলর ট্রিপের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে অনেকেই জিজ্ঞেস করল, ‘তুই আর গৌরব কি ফের একসঙ্গে?’ আমাদের মধ্যে যে বন্ধুত্বও থাকতে পারে, এটাই অনেকে বোঝে না। সম্পর্কের ঝড়ঝাপটা পেরিয়ে সৌরভের সঙ্গে আমি শান্তিতে আছি।’’ সৌরভের মতে, অনিন্দিতার জন্যই তিনি সংসারী। আপাতত চার বছর এ ভাবেই থাকতে চান দু’জনে। তার পর নেবেন বিয়ের সিদ্ধান্ত।

Marriage Tollywood Saurav Das Anindita Bose
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy