বলিউড তারকাদের নিয়ে সিনেপ্রেমীদের চিরকালীন উন্মাদনা। সিনেমায় তাঁরা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করেন, তা কিনতে হুলস্থূল কাণ্ড ঘটে যায় মাঝেমাঝেই। ধরা যাক, ‘লগান’ ছবিতে আমির খান ব্যবহৃত সেই ব্যাট...বা সল্লু মিঞার বিখ্যাত ‘জিনে কে হ্যায় চারদিন’-এর সেই বিখ্যাত তোয়ালে— এ সব কিনতে ট্যাঁকের কড়ি ভালই খসে ভক্তদের। তেমনই কিছু সামগ্রীর উল্লেখ এখানে করা হল, যেগুলি মোটা টাকায় নিলাম হয়েছে।
শাম্মি কপূরের নাম শুনলে প্রথমেই মাথায় আসে হাড়হিম করা ঠান্ডায় তাঁর ‘ইয়াহু’ চিৎকার! আর সেই ‘চাহে কহি মুঝে জঙ্গলি কহে...’ গানে দর্শকের নজর কেড়েছিল শাম্মি কপূরের পরনের খয়েরি রঙের জ্যাকেটটি। সে সময়ে ‘জঙ্গলি জ্যাকেট’ নামেই প্রসিদ্ধ হয়েছিল এই পোশাক। ৮০ হাজার টাকায় নিলাম হয়েছিল সেই জ্যাকেট। তবে শোনা যায়, যে বলিউডের পারফেকশনিস্ট আমির খানই নাকি কিনেছিলেন শাম্মি কপূর ব্যবহৃত ওই জ্যাকেট।