Advertisement
০৪ অক্টোবর ২০২৩
Entertainment News

তোয়ালে ১.৪২ লাখ, লেহেঙ্গা ৩ কোটি!... তালিকায় আরও কী?

বলিউড তারকাদের নিয়ে সিনেপ্রেমীদের চিরকালীন উন্মাদনা। সিনেমায় তাঁরা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করেন, তা কিনতে হুলস্থূল কাণ্ড ঘটে যায় মাঝেমাঝেই। ধরা যাক, ‘লগান’ ছবিতে আমির খান ব্যবহৃত সেই ব্যাট...বা সল্লু মিঞার বিখ্যাত ‘জিনে কে হ্যায় চারদিন’-এর সেই বিখ্যাত তোয়ালে— এ সব কিনতে ট্যাঁকের কড়ি ভালই খসে ভক্তদের। তেমনই কিছু সামগ্রীর উল্লেখ এখানে করা হল, যেগুলি মোটা টাকায় নিলাম হয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৮
Share: Save:
০১ ০৭
বলিউড তারকাদের নিয়ে সিনেপ্রেমীদের চিরকালীন উন্মাদনা। সিনেমায় তাঁরা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করেন, তা কিনতে হুলস্থূল কাণ্ড ঘটে যায় মাঝেমাঝেই। ধরা যাক, ‘লগান’ ছবিতে আমির খান ব্যবহৃত সেই ব্যাট...বা সল্লু মিঞার বিখ্যাত ‘জিনে কে হ্যায় চারদিন’-এর সেই বিখ্যাত তোয়ালে— এ সব কিনতে ট্যাঁকের কড়ি ভালই খসে ভক্তদের। তেমনই কিছু সামগ্রীর উল্লেখ এখানে করা হল, যেগুলি মোটা টাকায় নিলাম হয়েছে।

বলিউড তারকাদের নিয়ে সিনেপ্রেমীদের চিরকালীন উন্মাদনা। সিনেমায় তাঁরা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করেন, তা কিনতে হুলস্থূল কাণ্ড ঘটে যায় মাঝেমাঝেই। ধরা যাক, ‘লগান’ ছবিতে আমির খান ব্যবহৃত সেই ব্যাট...বা সল্লু মিঞার বিখ্যাত ‘জিনে কে হ্যায় চারদিন’-এর সেই বিখ্যাত তোয়ালে— এ সব কিনতে ট্যাঁকের কড়ি ভালই খসে ভক্তদের। তেমনই কিছু সামগ্রীর উল্লেখ এখানে করা হল, যেগুলি মোটা টাকায় নিলাম হয়েছে।

০২ ০৭
শাম্মি কপূরের নাম শুনলে প্রথমেই মাথায় আসে হাড়হিম করা ঠান্ডায় তাঁর ‘ইয়াহু’ চিৎকার! আর সেই ‘চাহে কহি মুঝে জঙ্গলি কহে...’ গানে দর্শকের নজর কেড়েছিল শাম্মি কপূরের পরনের খয়েরি রঙের জ্যাকেটটি। সে সময়ে ‘জঙ্গলি জ্যাকেট’ নামেই প্রসিদ্ধ হয়েছিল এই পোশাক। ৮০ হাজার টাকায় নিলাম হয়েছিল সেই জ্যাকেট। তবে শোনা যায়, যে বলিউডের পারফেকশনিস্ট আমির খানই নাকি কিনেছিলেন শাম্মি কপূর ব্যবহৃত ওই জ্যাকেট।

শাম্মি কপূরের নাম শুনলে প্রথমেই মাথায় আসে হাড়হিম করা ঠান্ডায় তাঁর ‘ইয়াহু’ চিৎকার! আর সেই ‘চাহে কহি মুঝে জঙ্গলি কহে...’ গানে দর্শকের নজর কেড়েছিল শাম্মি কপূরের পরনের খয়েরি রঙের জ্যাকেটটি। সে সময়ে ‘জঙ্গলি জ্যাকেট’ নামেই প্রসিদ্ধ হয়েছিল এই পোশাক। ৮০ হাজার টাকায় নিলাম হয়েছিল সেই জ্যাকেট। তবে শোনা যায়, যে বলিউডের পারফেকশনিস্ট আমির খানই নাকি কিনেছিলেন শাম্মি কপূর ব্যবহৃত ওই জ্যাকেট।

০৩ ০৭
‘উমরাওজান’ ছবিতে রেখার পাশাপাশি ফাহরুখ শেখও দর্শকের মন কেড়েছিলেন। সিনেমায় তিনি একটি আংটি পরেছিলেন। দর্শকের নজর কেড়েছিল সেটিও। ৯৬ হাজার টাকায় নিলাম হয়েছিল নীল রঙের সেই আংটি।

‘উমরাওজান’ ছবিতে রেখার পাশাপাশি ফাহরুখ শেখও দর্শকের মন কেড়েছিলেন। সিনেমায় তিনি একটি আংটি পরেছিলেন। দর্শকের নজর কেড়েছিল সেটিও। ৯৬ হাজার টাকায় নিলাম হয়েছিল নীল রঙের সেই আংটি।

০৪ ০৭
‘ধক ধক করনে লগা...’এই গান দিয়েই দর্শকদের মনে তীব্র উষ্ণতা ছড়িয়েছিলেন মাধুরী দিক্ষিত। আর তার পিছনে ছিল হলদে রঙের এক শাড়ির ভূমিকা। সে বছর পুজো এবং ইদের সময় দোকানে দোকানে হাজির হয়ে গিয়েছিল ওই একই ডিজাইনের শাড়ি। আর আসল শাড়িটি? শুটিং শেষে ৮০ হাজার টাকায় নিলাম হয়েছিল বিখ্যাত সেই শাড়ি।

‘ধক ধক করনে লগা...’এই গান দিয়েই দর্শকদের মনে তীব্র উষ্ণতা ছড়িয়েছিলেন মাধুরী দিক্ষিত। আর তার পিছনে ছিল হলদে রঙের এক শাড়ির ভূমিকা। সে বছর পুজো এবং ইদের সময় দোকানে দোকানে হাজির হয়ে গিয়েছিল ওই একই ডিজাইনের শাড়ি। আর আসল শাড়িটি? শুটিং শেষে ৮০ হাজার টাকায় নিলাম হয়েছিল বিখ্যাত সেই শাড়ি।

০৫ ০৭
আবারও মাধুরী। এ বার নেপথ্যে ‘দেবদাস’এর ‘মার ডালা...’ গানটি। সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ‘দেবদাস’ ছবিতে চন্দ্রমুখী অর্থাৎ মাধুরী দিক্ষিত একটি লেহঙ্গাপরেছিলেন, মনে আছে? বলিউডের নামজাদা ড্রেস ডিজাইনার মণীশ মলহোত্র সবুজ রঙের ওই লেহঙ্গাটি ডিজাইন করেছিলেন। ৩ কোটি টাকায় নিলাম হয়েছিল বিখ্যাত সেই লেহঙ্গা।

আবারও মাধুরী। এ বার নেপথ্যে ‘দেবদাস’এর ‘মার ডালা...’ গানটি। সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ‘দেবদাস’ ছবিতে চন্দ্রমুখী অর্থাৎ মাধুরী দিক্ষিত একটি লেহঙ্গাপরেছিলেন, মনে আছে? বলিউডের নামজাদা ড্রেস ডিজাইনার মণীশ মলহোত্র সবুজ রঙের ওই লেহঙ্গাটি ডিজাইন করেছিলেন। ৩ কোটি টাকায় নিলাম হয়েছিল বিখ্যাত সেই লেহঙ্গা।

০৬ ০৭
‘লগান’ ছবিতে আমির খানের ব্যাটের জাদুকরিতেই নাস্তানাবুদ হতে হয়েছিল ইংরেজদের। ইংরেজরা পিছু তো হটেইছিল, সঙ্গে ছবিটিও অস্কারের মনোনয়ন পেয়ে যায়। গোটা ‘লগান’ টিম অর্থাৎ আমির থেকে শুরু করে ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকর— সক্কলে সই করেছিলেন সেই ব্যাটে। ১ লক্ষ ৫৬ হাজার টাকায় নিলাম হয়েছিল সেই ব্যাট। যদিও সেই টাকা পরে সেবামূলক কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ছবির প্রযোজকেরা।

‘লগান’ ছবিতে আমির খানের ব্যাটের জাদুকরিতেই নাস্তানাবুদ হতে হয়েছিল ইংরেজদের। ইংরেজরা পিছু তো হটেইছিল, সঙ্গে ছবিটিও অস্কারের মনোনয়ন পেয়ে যায়। গোটা ‘লগান’ টিম অর্থাৎ আমির থেকে শুরু করে ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকর— সক্কলে সই করেছিলেন সেই ব্যাটে। ১ লক্ষ ৫৬ হাজার টাকায় নিলাম হয়েছিল সেই ব্যাট। যদিও সেই টাকা পরে সেবামূলক কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ছবির প্রযোজকেরা।

০৭ ০৭
একটা তোয়ালের দাম ১ লক্ষ ৪২ হাজার টাকা! কখনও শুনেছেন? তবে সে তো যেনতেন তোয়ালে নয়! খোদ সলমন খান ব্যবহার করেছেন। ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে সলমন খান ব্যবহৃত সেই তোয়ালে যেন একসময়ের সিম্বল হয়ে দাঁড়িয়েছিল। আর তাতেই তো এত চড়া দামে নিলাম।

একটা তোয়ালের দাম ১ লক্ষ ৪২ হাজার টাকা! কখনও শুনেছেন? তবে সে তো যেনতেন তোয়ালে নয়! খোদ সলমন খান ব্যবহার করেছেন। ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে সলমন খান ব্যবহৃত সেই তোয়ালে যেন একসময়ের সিম্বল হয়ে দাঁড়িয়েছিল। আর তাতেই তো এত চড়া দামে নিলাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE