Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ জানুয়ারি ২০২২ ই-পেপার

ভোজনরসিক ইমতিয়াজ শাহরুখকে এ কী খাওয়ালেন!

সংবাদ সংস্থা
২৮ জুলাই ২০১৭ ২০:২২
শাহরুখ খান ও ইমতিয়াজ আলি। ছবি: শাহরুখের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

শাহরুখ খান ও ইমতিয়াজ আলি। ছবি: শাহরুখের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

শাহরুখ-অনুষ্কার আগামী ছবি নিয়ে একের পর এক চমক। পাঁচ-পাঁচটি ট্রেলর, মিনি ট্রেলর, গানের পর এ বার অদ্ভুত খাবার। ছবির প্রচারে জয়পুরে গিয়ে সোনার থালায় রাজস্থানি খাবার খেয়েছিলেন শাহরুখ। আর ইউরোপে শুটিং করতে গিয়ে শাহরুখ কী খেয়েছেন জানেন? না বুঝেই শাহরুখ নাকি খেয়ে ফেলেছিলেন শামুক!

আরও পড়ুন, রেকর্ড গড়ল শাহরুখের ‘হাওয়ায়ে’

ইমতিয়াজ আলি মারাত্মক খাদ্যরসিক সেটা সকলেরই জানা। তাঁর পাল্লায় পড়ে বলিউড বাদশাও তাঁদের আসন্ন ছবি ‘জব হ্যারি মেট সেজল’-এর শুটের সময় যে ভীষণ রকমের ভোজন রসিক হয়ে উঠেছিলেন, সে কথা হয়তো সবাই জানেন না। সম্প্রতি ছবির প্রচারের জন্যে নিজের অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে শাহরুখ গিয়েছিলেন ছোট পর্দার এক অনুষ্ঠানে। সেখানেই বাদশা ইমতিয়াজের খাদ্যরসিকতার গল্পটা বলেন। শাহরুখ জানান, এই ব্যাপারে ইমতিয়াজের সঙ্গে প্রয়াত যশ চোপড়ার ভীষণ মিল। তার পর ছবির শুটিংয়ের সময়ের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেন শাহরুখ। শুট শেষ হলেই ইমতিয়াজ নাকি বেরিয়ে পড়তেন। শহরের অলি-গলি ঘুরে নতুন ‘ফুড জয়েন্ট’ খুঁজে বের করতেন। শাহরুখ বলেন, ‘‘অভিজ্ঞতাটা আরও বেশি মজাদার। হয়তো খুবই ছোট, কিন্তু সেই ফুড জয়েন্টের খাবার অসাধারণ। এ ভাবেই এক দিন সি-ফুড খেতে গিয়ে হঠাৎ উপলব্ধি হয় মুখে পড়েছে শামুক!’’

Advertisement

অনুষ্কা অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি। নায়িকার জানিয়েছেন, এ সব পরীক্ষা-নিরীক্ষা থেকে তিনি শত হস্ত দূরে।Tags:
Shah Rukh Khan Anushka Sharma Imtiaz Ali Jab Harry Met Sejal Celebrities Upcoming Movies New Releases 2017 Releasesশাহরুখ খানঅনুষ্কা শর্মাইমজিয়াজ আলিজব হ্যারি মেট সেজল

আরও পড়ুন

Advertisement