Advertisement
০৩ মে ২০২৪

বডি ডাবলের ব্যবহারে ক্ষুব্ধ জ্যাকি

আসলে তিনি চিন্তিত অ্যাকশন স্টারদের ভবিষ্যৎ নিয়ে। জাপান, কোরিয়া, চিন, হং কং... সব জায়গায় জ্যাকি দেখেছেন অ্যাকশন স্টারদের বাজার হারাতে। তবে সে ব্যাপারে জ্যাকি দায়ী করছেন পরবর্তী প্রজন্মকেই।

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ০৮:৪০
Share: Save:

তাঁকে দেখে কে বলবে, বয়স তাঁর তেষট্টি! অ্যাকশন ছবির বৃত্তে যে চিরতরুণ জ্যাকি চ্যান। আর তিনিই কিনা বলছেন, আর অ্যাকশন ছবি না-ও করতে পারেন! সদ্য এক ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন তিনি। ষাট পেরিয়ে তাঁর নাকি মনে হয়েছে, নিজেকে এ বার একটু পাল্টানো দরকার। ‘‘আমি তো আর যুবক নই। ‘রাশ আওয়ার ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ...’ এ ভাবে আর চালিয়ে যেতে পারব না। বিনোদনের দুনিয়ায় টিকে থাকতে হলে নিজেকে পাল্টাতেই হবে। আর সেটা না করতে পারলে আমিও কালের নিয়মে হারিয়ে যাব,’’ বলেন চ্যান। আসলে তিনি চিন্তিত অ্যাকশন স্টারদের ভবিষ্যৎ নিয়ে। জাপান, কোরিয়া, চিন, হং কং... সব জায়গায় জ্যাকি দেখেছেন অ্যাকশন স্টারদের বাজার হারাতে। তবে সে ব্যাপারে জ্যাকি দায়ী করছেন পরবর্তী প্রজন্মকেই। কারণ তাঁরা কেউই নিজেরা স্টান্ট করেন না। ‘‘নতুন অ্যাকশন স্টাররা তো নিজেদের স্টান্টগুলোও করতে পারে না। শুধুই স্পেশ্যাল এফেক্টের উপর ভরসা করে থাকে। ‘স্পাইডার ম্যান’ই দেখুন না। এখন যে-কেউ স্পাইডার ম্যান হতে পারে,’’ বেশ রেগেই বলেন সুপারস্টার। শুধু তা-ই নয়, ‘ওয়ান্ডার উওম্যান’ ছবি বক্স অফিসে সফল হলেও জ্যাকি চ্যান কিন্তু গ্যাল গ্যাডোটের উপর বেশ ক্ষুব্ধ। ‘‘ওই ছবির এক সদস্য বলছিল গ্যাডোটের সব অ্যাকশন দৃশ্য করে দিয়েছে আসলে বডি ডাবল। এ ভাবে কি সিনেমা হয়,’’ হতাশ গলায় বলেন জ্যাকি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jackie Chan action scenes body double
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE