টেলিভিশনের জনপ্রিয় মুখ। পরিচালনা করেছেন বেশ কিছু টেলিভিশন শো-ও। একদিকে যখন বক্স অফিস রমরমিয়ে চলছে তাঁর অভিনীত ‘জগ্গা জাসুস’, ঠিক তখনই তীব্র মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেত্রী বিদিশা বেজবড়ুয়া। সোমবার সন্ধ্যায় গুরুগ্রামের সুশান্ত লোক এলাকায় অভিনেত্রীর অভিজাত অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ।
বিদিশা জন্মসূত্রে অসমীয়া। সেখানে ছোট পর্দায় যথেষ্ট পরিচিত মুখ তিনি। পাশাপাশি সঞ্চালনার কাজও করেছেন বহু অনুষ্ঠানে। সম্প্রতি কর্মসূত্রে মুম্বইয়ে এসেছিলেন বিদিশা। গুরুগ্রামেই ফ্ল্যাট ভাড়া করে থাকতেন তিনি। এই ঘরেরই দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় বিদিশার দেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: চুমু থেকে সংক্রমণ, মারা গেল ১৮ দিনের ছোট্ট মারিয়ানা