Advertisement
E-Paper

ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ রেলের! তৈরি হবে আইটি হাব, এনজেপি-তে ঘোষণা অশ্বিনীর

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২টির বেশি ট্রেনের সূচনা করবেন। এনজেপি রেল স্টেশনে বর্তমানে আটটি প্ল্যাটফর্ম রয়েছে। আরও দু’টি প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলছে। তাতে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে ১০ হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ২০:২৬
Ash

এনজেপি স্টেশনে ট্রেন থেকে নামছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। —নিজস্ব ছবি।

ভোটমুখী পশ্চিমবঙ্গে প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করল রেল মন্ত্রক। শুধু তা-ই নয়, অমৃতভারত প্রকল্পের মাধ্যমে রাজ্যের একাধিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের গড়ে তোলা হচ্ছে। শুক্রবার নিউ জলপাইগুড়ি রেলস্টেশন পরিদর্শন করে এমনই ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

বিমানে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছোন অশ্বিনী। সেখান থেকে সড়কপথে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছোন। অমৃতভারত প্রকল্পের অধীনে চলা কাজ খতিয়ে দেখেন। রেলমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়েরা। সেখানে অশ্বিনী বলেন, ‘‘প্রধানমন্ত্রী মালদহ থেকে ১২টির বেশি রেল পরিষেবার সূচনা করবেন। পশ্চিমবাংলাকে এই উপহার দিচ্ছেন তিনি। রাজ্যে অমৃতভারত প্রকল্পের অধীনে একাধিক প্রকল্পের কাজ চলছে। প্রধানমন্ত্রী বাংলার জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের গড়ে তোলা হচ্ছে। খুবই ভাল কাজ চলছে।’’

উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রেলস্টেশন এনজেপি-কে মাথায় রেখে রেলের নানা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা পর্যালোচনা করে দেখেছি যে, এনজেপি রেলস্টেশনের ক্ষমতা কী ভাবে আরও বাড়ানো যায়। এনজেপিতে কামরা এবং ইঞ্জিনের মেরামতি, দেখাশোনার কাজ হয়। সেই ক্ষমতা আরও বৃদ্ধি করার কাজ শুরু হবে। এতে এনজেপি থেকে আরও বেশি ট্রেন আমরা চালাতে পারব।’’

অশ্বিনী জানান, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২টির বেশি ট্রেনের সূচনা করবেন। এনজেপি রেলস্টেশনে বর্তমানে আটটি প্ল্যাটফর্ম রয়েছে। আরও দু’টি প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলছে। তাতে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে দশ হবে। ভুবনেশ্বর রেলস্টেশনের মতো এনজেপি রেলস্টেশনেও একটি আইটি হাব তৈরি করা হবে। সেই জায়গা নির্ধারণ করা হয়েছে। এ সবের ফলে এই এলাকার আর্থ-সামাজিক ক্ষেত্রেও উন্নয়ন হবে।

এনজেপি থেকে বিকেলে বিশেষ ট্রেনে মালদহের উদ্দেশে রওনা দেন রেলমন্ত্রী। শনিবার সেখানে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে। মালদহ থেকেই একাধিক নতুন রেল পরিষেবার সূচনা করবেন মোদী। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখবেন রেলমন্ত্রী অশ্বিনী।

Ashwini Vaishnaw Indian Railway West Bengal government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy