বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমস। শুধু ওপার বাংলা নয়, ভারতেও তিনি সমান বিখ্যাত। ‘গ্যাংস্টার’ থেকে ‘লাইফ ইন এ মেট্রো’র মতো ছবিতে তাঁর গাওয়া গানগুলি এখনও জনপ্রিয়। ৬১ বছরে চতুর্থ বার বাবা হলেন গায়ক। সঙ্গে বিয়ের খবর দিলেন তিনি।
আরও পড়ুন:
এর আগে দু’বার বিয়ে করেছেন গায়ক জেমস। অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, গায়ক নাকি তৃতীয় বার বিয়ে করেছেন। তবে নিজের সমাজমাধ্যমে এই ব্যাপারে কিছু ঘোষণা করেননি তিনি। ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই বিচ্ছেদ হয়েছে তাঁদের। তার এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। বিয়ের পর নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেছেন নামিয়া। চলতি বছর জুন মাসে তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়। ছেলের নাম রেখেছেন জিবরান আনম।
উইকিপিডিয়া বলছে গায়কের এর আগে তিনটি সন্তান রয়েছে। এই চতুর্থ বার বাবা হলেন তিনি। গায়ক তাঁর বাবা হওয়ার খবরও টের পেতে দেননি কাউকে। এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘এক অসাধারণ অনুভূতি! এই অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব, ঈশ্বরকে ধন্যবাদ। তিনি আমাকে সুস্থ সন্তান দিয়েছেন। সবাই মা ও সন্তানের জন্য প্রার্থনা করবেন।’’
জেমসের সঙ্গে তাঁর তৃতীয় স্ত্রীর দেখা হয় আমেরিকায়। ২০২৩ সালের জুন মাসে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দু’জনের পরিচয় হয়। সেখান থেকেই প্রেম, তার পর বিয়ে। জেমস সম্পর্কে আগে নাকি তেমন কিছু জানতেনই না নামিয়া! প্রেমপর্বের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাঁদের বিয়ে হয়। ২০২৫ সালের ৮ জুন নিউ ইয়র্কের এক হাসপাতালে রাত সাড়ে তিনটেয় ছেলের জন্ম হয়। সেই এক মাস আমেরিকায় ছিলেন তাঁরা। অবশেষে ছেলেকে নিয়ে দেশে ফিরলেন গায়ক।