Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ মে ২০২২ ই-পেপার

URL Copied

বিনোদন

‘ধড়ক’-এর পোস্টারে প্রকাশ্যে নতুন বলি ডিভা শ্রীদেবী-কন্যা জাহ্নবী

নিজস্ব প্রতিবেদন
১৬ নভেম্বর ২০১৭ ১৪:০৮
অপেক্ষা ছিল সিলমোহরের। এ বার সেই সিলমোহর পড়ল। কর্ণ জোহরের ব্যানারেই বলিউডে পা রাখছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূর। বিপরীতে শাহিদ কপূরের ভাই ঈশান খট্টর। ছবির নাম ‘ধড়ক’। কর্ণ জোহর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবির প্রথম পোস্টার।

বলিউডের নতুন নায়িকা জাহ্নবী কপূর। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীর প্রথম ছবির নাম ‘ধড়ক’। কর্ণ জোহরের ব্যানারেই বলিউড অভিষেক হচ্ছে তারকা-কন্যার।
Advertisement
বিপরীতে রয়েছেন শাহিদ কপূরের মামাতো ভাই ঈশান খট্টর। ঈশানের অবশ্য দ্বিতীয় ছবি এটি। এর আগে ২০০৫-এ সঞ্জয় দত্তের ‘ওয়াহ! লাইফ হো তো অ্যায়সি’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন ঈশান। ‘ধড়ক’-এ প্রথম নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

বুধবার ছবিটির তিনটি নতুন পোস্টার টুইটারে শেয়ার করেছেন ছবির প্রযোজক কর্ণ জোহর। শ্রীদেবীও শেয়ার করেছেন সেই পোস্টারের ছবি।
Advertisement
ছবির পরিচালক শশাঙ্ক খৈতান। এর আগে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবির পরিচালনা করেছেন তিনি।

মরাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি রিমেক হতে চলেছে জাহ্নবী ও ঈশানের এই নতুন ছবি।

মেয়ের বলিউড ডেবিউতে কেন দেরী হচ্ছে? সম্প্রতি এই বিষয়টি নিয়ে কর্ণ জোহরের উপর বেশ চটে গিয়েছিলেন বলে খবর রটেছিল বি-টাউনে। শেষ পর্যন্ত ধর্মা প্রোডাকশনেই হচ্ছে মেয়ের বলি অভিষেক।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সামনের মাস থেকেই শুটিং শুরু হচ্ছে ‘ধড়ক’-এর। সম্ভবত সামনের বছর মুক্তি পাবে ছবিটি।

নতুন পোস্টারে জাহ্নবী ও ঈশানের কেমিস্ট্রি বেশ নজর কেড়েছে দর্শকদের।

পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই খবর ট্রেন্ডিংয়ে রয়েছে। ভাইরাল হয়েছে ছবিগুলি।