Janhvi Kapoor and Ishaan Khattar in brand new Dhadak poster dgtl
URL Copied
বিনোদন
‘ধড়ক’-এর পোস্টারে প্রকাশ্যে নতুন বলি ডিভা শ্রীদেবী-কন্যা জাহ্নবী
নিজস্ব প্রতিবেদন
১৬ নভেম্বর ২০১৭ ১৪:০৮
Advertisement
১ / ১০
অপেক্ষা ছিল সিলমোহরের। এ বার সেই সিলমোহর পড়ল। কর্ণ জোহরের ব্যানারেই বলিউডে পা রাখছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূর। বিপরীতে শাহিদ কপূরের ভাই ঈশান খট্টর। ছবির নাম ‘ধড়ক’। কর্ণ জোহর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবির প্রথম পোস্টার।
২ / ১০
বলিউডের নতুন নায়িকা জাহ্নবী কপূর। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীর প্রথম ছবির নাম ‘ধড়ক’। কর্ণ জোহরের ব্যানারেই বলিউড অভিষেক হচ্ছে তারকা-কন্যার।
Advertisement
Advertisement
৩ / ১০
বিপরীতে রয়েছেন শাহিদ কপূরের মামাতো ভাই ঈশান খট্টর। ঈশানের অবশ্য দ্বিতীয় ছবি এটি। এর আগে ২০০৫-এ সঞ্জয় দত্তের ‘ওয়াহ! লাইফ হো তো অ্যায়সি’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন ঈশান। ‘ধড়ক’-এ প্রথম নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
৪ / ১০
বুধবার ছবিটির তিনটি নতুন পোস্টার টুইটারে শেয়ার করেছেন ছবির প্রযোজক কর্ণ জোহর। শ্রীদেবীও শেয়ার করেছেন সেই পোস্টারের ছবি।
Advertisement
৫ / ১০
ছবির পরিচালক শশাঙ্ক খৈতান। এর আগে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবির পরিচালনা করেছেন তিনি।
৬ / ১০
মরাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি রিমেক হতে চলেছে জাহ্নবী ও ঈশানের এই নতুন ছবি।
৭ / ১০
মেয়ের বলিউড ডেবিউতে কেন দেরী হচ্ছে? সম্প্রতি এই বিষয়টি নিয়ে কর্ণ জোহরের উপর বেশ চটে গিয়েছিলেন বলে খবর রটেছিল বি-টাউনে। শেষ পর্যন্ত ধর্মা প্রোডাকশনেই হচ্ছে মেয়ের বলি অভিষেক।
৮ / ১০
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সামনের মাস থেকেই শুটিং শুরু হচ্ছে ‘ধড়ক’-এর। সম্ভবত সামনের বছর মুক্তি পাবে ছবিটি।
৯ / ১০
নতুন পোস্টারে জাহ্নবী ও ঈশানের কেমিস্ট্রি বেশ নজর কেড়েছে দর্শকদের।