প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন জাভেদ আখতার। দাবি করলেন, ভগবানের চেয়ে মোদী অনেক ভাল। এক আলোচনাসভায় গীতিকারের এমন দাবি শুনে অবাক দর্শক।
সম্প্রতি দিল্লিতে এক আলোচনাসভায় জাভেদ আখতার ও ইসলাম বিষয়ে চর্চাকারী মুফতি শামিল নাদভির মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা হয়। ঈশ্বরের কি অস্তিত্ব রয়েছে? এই নিয়ে দুই জনের মধ্যে তর্ক হয়। জাভেদ আখতার প্রশ্ন তোলেন, ঈশ্বর যদি থেকেই থাকেন, তা হলে কেন গাজ়ার শিশুদের এত কষ্ট পেতে হচ্ছে? এই প্রসঙ্গে মোদীর কথাও টেনে আনেন তিনি।
জাভেদ প্রশ্ন তোলেন, ঈশ্বরের উপস্থিতিতে কী ভাবে প্যালেস্টাইনের ৭০ হাজার মানুষের মৃত্যু হল? গীতিকারের বক্তব্য, “ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়ে থাকেন, তা হলে তাঁর তো গাজ়ায় থাকা উচিত। আপনি নিশ্চয়ই দেখেছেন, শিশুদের উপর কী ভাবে অত্যাচার হয়েছে। তার পরেও চাইছেন আমি ঈশ্বরে বিশ্বাস করি? এর চেয়ে তো আমাদের প্রধানমন্ত্রী অনেক ভাল। উনি অন্তত আমাদের খেয়াল তো রাখেন।”
আরও পড়ুন:
জাভেদের এই মন্তব্য শুনে অনেকেই অবাক হয়ে যান। তবে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে এই মন্তব্য করেছেন কি না, সে প্রশ্নও উঠছে। কারণ পদ্মশিবিরের বিরোধী হিসাবেই তিনি পরিচিত। তাই তাঁর মুখে মোদীর গুণগান অনেকেই ব্যঙ্গ হিসাবে নিয়েছেন। তবে আবার অনেকেরই দাবি, জাভেদ ঠিকই বলেছেন।
এই আলোচনাসভায় দুই পক্ষই সমান ভাবে মতামত জানান। যার ফলে জাভেদ ও মুফতি শামিলের মধ্যে টানা দু’ঘণ্টা ধরে এই বিতর্ক চলতে থাকে।