যত্রতত্র তাঁর দিকে ক্যামেরা তাক করে ছবি বা ভিডিয়ো তোলা একেবারেই পছন্দ করেন না। অন্যথা হলে অনুরাগী এবং চিত্রগ্রাহকদের কথা শোনাতেও ছাড়েন না বচ্চন-ঘরণি। মঙ্গলবার ছিল কাজলের কাকা পরিচালক রণ মুখোপাধ্যায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে। সেখানে মেয়ে শ্বেতা বচ্চনকে নিয়ে উপস্থিত হন জয়া। স্বভাবসুলভ ভঙ্গিমায় ধরা পড়লেন বর্ষীয়সী অভিনেত্রী ও সাংসদ। রেগে গেলেন, ধমক দিলেন। অপ্রস্তুত শ্বেতা তখন মাকে সামলাতে ব্যস্ত।
সন্ধ্যা হচ্ছে সবে, এমন সময় মেয়ে শ্বেতাকে নিয়ে ঢুকলেন জয়া। সেই সময় আলোকচিত্রীদের ডাকে সাড়া না দিয়েই সোজা হেঁটে প্রার্থনাসভায় ঢুকে যান। বিপত্তি ঘটে বেরানোর সময়। জয়া সকলের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় প্রায় তাঁর পিছন পিছন ঘুরতে শুরু করেন আলোকচিত্রীরা। বিরক্ত হয়ে রেগে ওঠেন জয়া। বলেন, ‘‘চলুন, আমার সঙ্গে চলুন। যাবেন না? যত্ত সব মূর্খের দল।’’
যদিও জয়ার এমন ভর্ৎসনা কাজে আসেনি। নাছোড় ছবিশিকারিরা জয়ার পিছু নেন। প্রায় গাড়ি অবধি যেতে শুরু করেন। মেজাজ হারিয়ে জয়া বলেন, ‘‘কী হল গাড়িতে উঠে আমাদের সঙ্গে যাবেন নাকি!’’ তড়িঘড়ি শ্বেতা এসে মাকে প্রায় গাড়িতে ওঠান।