Advertisement
E-Paper

‘শুনছি, অমিতাভের সঙ্গে বিচ্ছেদটা হয়ে গিয়েছে’, কোথায়ো বিবাহবার্ষিকীর শুভেচ্ছা পাঠাতে বলেন জয়া?

একটা সময়ে খবর রটে যায়, বিচ্ছেদের পথে হাঁটছেন অমিতাভ-জয়া। সেই সময়ে জয়া বচ্চনের একটি কথাই সপাটে সব প্রশ্নের জবাব দিয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২০:০২
Jaya Bachchan once gave a befitted reply when her fan asked about divorce with Amitabh Bachchan

অমিতাভের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কী জানান জয়া? ছবি: সংগৃহীত।

জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের বিয়ে বার বার চর্চায় উঠে এসেছে। ৫০ বছরের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন তাঁরা। কিন্তু একটা সময়ে খবর রটে যায়, বিচ্ছেদের পথে হাঁটছেন অমিতাভ-জয়া। সেই সময়ে জয়া বচ্চনের একটি কথাই সপাটে সব প্রশ্নের জবাব দিয়েছিল।

একবার হল্যান্ডের এক অনুরাগী জয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। চেনা মেজাজেই উত্তর দিয়েছিলেন অভিনেত্রী। সেই অনুরাগী প্রশ্ন করেছিলেন, “আমি জানি না, এখনও এটা নিয়ে আলোচনা হয় কি না। আমি হল্যান্ডে থাকি। দেশি গুজব শুনতে পাই এখানে। সম্প্রতি শুনছি, অমিতাভ বচ্চন নাকি আপনাকে ডিভোর্স দিয়েছেন। জয়াজি, এটা কি সত্যি?”

সঙ্গে সঙ্গে জয়া উত্তর দিয়েছিলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে কোনও রকমের উত্তর ও বর্ণনা আমি দেব না। তবে আপনি এক কাজ করতে পারেন। ১৯৯৮ সালের ৩ জুন আমাদের ২৫ তম বিবাহবার্ষিকী। আপনি আমাদের সেই দিন শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। আমাদের সেই দিন একই বাড়িতে পাবেন।”

১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেছিলেন অমিতাভ ও জয়া। ঘনিষ্ঠ পরিজনদের মাঝে বিয়ে করেছিলেন তাঁরা। যদিও তাঁদের বিয়ে করার কথা ছিল অক্টোবর মাসে। কিন্ত একত্রে লন্ডন বেড়াতে যাবেন বলে বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছিলেন যুগল। বেড়াতে যাওয়ার মাত্র সাত দিন আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

Amitabh Bachchan Jaya Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy