Advertisement
E-Paper

জিম ক্যারির গোয়েন্দাগিরি

তাঁর কেরিয়ার শুরু কমেডি ছবি দিয়ে। হলিউডে নিজের জায়গা পাকা হয়েছে কমেডিয়ান হিসাবেই। এস ভেঞ্চুরা: পেট ডিটেক্টিভ, দি মাস্ক, লায়ার লায়ার, ব্রুস অলমাইটি— এমন আরও অনেক ছবির উদাহরণ আছে যেখানে তাঁর অভিনয়, ডায়লগ ডেলিভারি, ফেসিয়াল এক্সপ্রেশন মনে করলে আজও মানুষ আপন মনেই হেঁসে ওঠে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৫ ১৫:৩৫

তাঁর কেরিয়ার শুরু কমেডি ছবি দিয়ে। হলিউডে নিজের জায়গা পাকা হয়েছে কমেডিয়ান হিসাবেই। এস ভেঞ্চুরা: পেট ডিটেক্টিভ, দি মাস্ক, লায়ার লায়ার, ব্রুস অলমাইটি— এমন আরও অনেক ছবির উদাহরণ আছে যেখানে তাঁর অভিনয়, ডায়লগ ডেলিভারি, ফেসিয়াল এক্সপ্রেশন মনে করলে আজও মানুষ আপন মনেই হেসে ওঠে। তাঁর অভিনয় থেকে অনুপ্রানিত বিশ্বের অনেক নামকরা কমেডিয়ান। হ্যাঁ, আমি জিম ক্যারির কথাই বলছি। তবে কমেডিয়ান হিসাবে নিজেকে সীমাবদ্ধ রাখতে যে তিনি মোটেই রাজি নন তার প্রমাণ আমরা বহুবার পেয়েছি। নিজের সাচ্ছন্দের গণ্ডি থেকে বেড়িয়ে তিনি বারবার অগনিত মানুষকে মুগ্ধ করেছেন তাঁর অন্য ধারার অভিনয় দিয়ে। সিরিয়াস চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও যে তিনি যথেষ্ট ‘সিরিয়াস’ তারও প্রমাণ আমরা পেয়েছি তাঁর অভিনীত, ইটার্নাল সানসাইন অব দ্যা স্পটলেস মাইন্ড, দ্য নম্বর ২৩ ছবিতে। বিশেষত, ইটার্নাল সানসাইন অব দ্যা স্পটলেস মাইন্ড ছবিটিতে কেট উনস্লেটের সঙ্গে তাঁর কেমেস্ট্রি অনবদ্য। সেই জিম ক্যারি আবার সিরিয়াস চরিত্রে। ছবির নাম ট্রু ক্রাইমস্। ছবিতে জিমকে দেখা যাবে এক মুখ দাড়ি-সহ, একদম অন্য ভূমিকায়। ছবিটি একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে লেখা একটি রহস্য উপন্যাস অবলম্বনে, যেখানে এক ব্যবসায়ী খুনের ঘটনাকে কেন্দ্র করে ঘনিভূত হওয়া রহস্য এবং তার সমাধানকে কেন্দ্র করে চিত্রনাট্য এগিয়েছে। ছবিটি ২০১৬-এ মুক্তি পাওয়ার কথা, তবে কোন হলিউড সংস্থা ছবিটিকে আন্তর্জাতিক ভাবে ডিস্ট্রিবিউশনের ভার নিচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তবে সারা বিশ্বের অগনিত ভক্ত মুখিয়ে রয়েছেন মিস্টার পপার্স পেঙ্গুইনের অন্য ধারার এই ছবিটি দেখার জন্য।

দেখুন, নতুন রূপে জিম ক্যারি

Jim Carrey true crime film movie cinema hollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy